Advertisment

উত্তর সিকিমে প্রবল বৃষ্টি, হড়পা বানে জলমগ্ন হাইওয়ে, আটকে হাজার হাজার পর্যটক

বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাতের কবলে উত্তর সিকিম।

author-image
IE Bangla Web Desk
New Update
North Sikkim flood, Flash flood Sikkim, heavy rains in North Sikkim, National Highway submerged, flood in Sikkim,

উত্তর সিকিমে প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যার কারণে আটকে ২হাজারের বেশি পর্যটক। জলে ডুবে ১০ নং জাতীয় সড়ক। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাতে প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যার জেরে ১০নং জাতীয় সড়ক জলমগ্ন। জাতীয় সড়ক জলে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। নর্থ সিকিমে পর্যটকদের বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।

Advertisment

বৃহস্পতিবার রাত থেকেই উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে সংলগ্ন নদীগুলিতে আকস্মিক বন্যা পরিস্থতির সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার কারণে উত্তর সিকিমের লাচেন এবং লাচুং-এর মতো এলাকাগুলি রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির পর্যালোচনা করা হচ্ছে এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) রাস্তা পরিষ্কার করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। আধিকারিকরা জানিয়েছেন, যে ভূমিধসের কারণে, গ্যাংটক-নাথুলা সড়ক, জেএন রোড সহ একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাথুলা এবং উত্তর সিকিমের সমস্ত পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে।

Flash Flood
Advertisment