Advertisment

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, উত্তরাখণ্ডে ধস

ধরমশালার মনোরম পরিবেশে হঠাৎ করেই নেমে এল ভয়ঙ্কর বিপর্যয়। প্রবল বর্ষণে ফ্ল্যাশ ফ্লাডে ভাসল ধরমশালা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জলের তোড়ে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি।

বর্ষার প্রবল দাপট দেখল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়ঙ্কর বিপর্যয় নামল এই সকল এলাকায়। হিমাচল প্রদেশের ধরমশালায়, ভাগসু নাগ গ্রামের রাস্তায় বন্যার জল বয়ে গিয়েছে, পার্কিং গাড়িগুলিকেও ক্ষতিগ্রস্থ করেছে।

Advertisment

হিমাচল প্রদেশের মঞ্ঝি নদীর জল ভয়ঙ্কর গতিতে এসে আছড়ে পড়েছে ধরমশালার পার্বত্য পথে। জলের তোড়ে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। ভয়াবহ সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। ধরমশালার মনোরম পরিবেশে হঠাৎ করেই নেমে এল ভয়ঙ্কর বিপর্যয়। প্রবল বর্ষণে ফ্ল্যাশ ফ্লাডে ভাসল ধরমশালা।

পর্যটকদের ভিড়ে এখন হিমাচলের পার্বত্য শহর ধরমশালা গমগম করছে। প্রসঙ্গত, কয়েক বছর আগে এই মেঘ ভাঙা বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে হিয়েছিল কেদারনাথের গৌরী কুণ্ড।

মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে গিয়ে ম্যাকলেয়ড গঞ্জের ভাসু নাগে হড়পা বান দেখা দেয়৷ প্রবল তোড়ে শহরের মধ্যে জল ঢুকতে শুরু করে৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি তাতে ভেসে যায়৷ 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Uttarakhand Himachal Pradesh
Advertisment