Advertisment

মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে সিকিমে ধ্বংসযজ্ঞ, নিখোঁজ ২৩ সেনা জওয়ান, চলছে জোর তল্লাশি   

উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে তিস্তা নদীর জলস্তর বেড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sikkim flash flood, Sikkim flash flood news, Sikkim flood alert, teesta river, teesta river flood, jalpaiguri, army personnel missing, army personnel missing in sikkim flash flood, north sikkim, sikkim news, sikkim flood latest news"

মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে সিকিমে ধ্বংসযজ্ঞ

মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে সিকিমে ধ্বংসযজ্ঞ,নিখোঁজ ২৩ সেনা জওয়ান, চলছে জোর তল্লাশি।   

Advertisment

উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে তিস্তা নদী প্লাবিত হয়েছে। সেনা জওয়ানদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে তিস্তা নদীর জলস্তর বেড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এই নিখোঁজ সেনা-জওয়ানদের  খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার কারণে, নীচের দিকে জলের স্তর হঠাৎ করে ১৫-২০ ফুট উচ্চতায় পৌঁছেছে। এ কারণে সিংগামের কাছে বারডাংয়ে পার্ক করা সেনাবাহিনীর গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। ২৩ জন কর্মী নিখোঁজ এবং একই সঙ্গে বেশ কয়েকটি যানবাহন তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তল্লাশি অভিযান চলছে।

বড়সড় দুর্ঘটনা ঘটেছে সিকিমে। উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানের কারণে লাচেন উপত্যকার তিস্তা নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে হড়পা বানের কবলে পড়ে ২৩ জন সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর মিলেছে।  নিখোঁজ সেনা জওয়ানদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। প্রতিরক্ষা পিআরও গুয়াহাটি এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।

প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন 'উত্তর সিকিমের লোনাক হ্রদের উপর হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বেড়ে যায়।  আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।  দেখা দেয়। এ কারণে সিংগামের কাছে বারডাংয়ে পার্ক করা সেনাবাহিনীর গাড়িগুলি তলিয়ে গিয়েছে। একই সঙ্গে  ২৩ জন সেনা কর্মী নিখোঁজ হয়েছেন। তল্লাশি অভিযান চলছে। ঘটনার পর  সিকিম সরকার রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে এবং জনগণকে তিস্তা নদীর পাড় থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।  

Cloudbursts
Advertisment