এয়ার ইন্ডিয়ার ফ্লাইট হাইজ্যাক করার হুমকি। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হুলস্থূল। রবিবার সন্ধ্যায় এমনই একটি ইমেলকে ঘিরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেলে দাবি করা হয় এয়ার ইণ্ডিয়ার বিমানে থাকা এক যাত্রিই বিমানটিকে হাইজ্যাক করতে চলেছেন। এরপর সতর্ক হয় সন্ধ্যায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
হায়দ্রাবাদ থেকে দুবাইগামী বিমান হাইজ্যাকের হুমকি পেয়ে তাৎক্ষণিকভাবে বিমানটির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়। তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ৩ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকরা।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এয়ার ইন্ডিয়ার AI951 ফ্লাইট হায়দ্রাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছাড়ার ঠিক আগে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে একটি ইমেল আসে। যাতে দাবি করা হয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক লিঙ্কম্যান বিমানটি হাইজ্যাক করার পরিকল্পনা করেছেন।
এরপরই বিমানটিকে পরীক্ষা করা হয়। ইমেইলে যে যাত্রীর তথ্য ছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার কাজ চলেছে। যাত্রীদের অন্য বিমানে দুবাই পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। তবে ইমেলের আইপি এড্রেস এখনও শনাক্ত করা যায়নি। এই ঘটনায় পুলিশ ওই যাত্রী ছাড়াও এল বিনোদ কুমার এবং পি রাকেশ কুমারকেও আটক করেছে।