FM Nirmala Sitharaman Press Conference Updates: তৃতীয় দফায় ২০ লক্ষ কোটির আর্থিক প্য়াকেজের বিশদ ব্য়াখ্য়া দিতে গিয়ে সাংবাদিক বৈঠকে কৃষি, দুধ, পশুপালন, মৎস্য় ক্ষেত্রে একাধিক ঘোষণা করলেন নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ''লকডাউনে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের ১৮,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্য়াকেজের আওতায় থাকবে হিমঘর, শস্য়, গুদাম। কৃষিজাত পণ্য়ের বিক্রিতে নয়া আইন আনা হচ্ছে। যে কোনও জায়গায় কৃষকরা পণ্য় বিক্রি করতে পারবেন। এর ফলে আন্তঃরাজ্য় পণ্য় পরিবহণে বাধা থাকবে না''। Read the Blog in English
এছাড়াও, মৎস্য়জীবীদের জন্য় ২০ হাজার কোটি টাকার প্য়াকেজ ঘোষণা করা হল। ক্ষুদ্র খাদ্য় প্রক্রিয়াকরণ শিল্পে ১০ হাজার কোটি টাকার প্য়াকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষি-সহ অন্য়ান্য় ক্ষেত্রে মোট ১১টি প্য়াকেজ ঘোষণা করলেন নির্মলা সীতারমন।
src="https://www.youtube.com/embed/OjDqZfX-HHw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় মঙ্গলবার ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আর্থিক প্যাকেজ আদতে কী? কোন খাতে কীভাবে খরচ করা হবে, ধাপে ধাপে তার বিশদ ব্যাখ্যা দেবেন সীতারমন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
FM Nirmala Sitharaman Press Conference Updates: আজ নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, এ সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
হকারদের জন্য কেন্দ্রীয় অর্মন্ত্রী ঘোষণা করেছেন, ''সহজ শর্তে হকারদের ঋণ দিতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হকারদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে''। মধ্যবিত্তের জন্য সীতারমন ঘোষণা করেন, ''৬-১৮ লক্ষ টাকা বার্ষিক আয় যাঁদের, তাঁদের গৃহঋণে ভর্তুকি প্রকল্পের সময়সীমা বাড়ল। ২০২১মার্চ পর্যন্ত বাড়ল সময়সীমা। উপকৃত হবে ৩.৩ লক্ষ মধ্যবিত্ত পরিবার''।
কৃষিক্ষেত্রে সীতারমন ঘোষণা করেন, ''গ্রামীণ সমবায় ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে যাতে ৩ কোটি ক্ষুদ্র চাষি শস্য ঋণ নিতে পারে তাই নাবার্ডকে ৩০ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আড়াই কোটি কৃষক ২ লক্ষ কোটি ঋণ পাবেন''।
মৌমাছি পালনে ৫০০ কোটির বিশেষ তহবিল। উপকৃত হবেন ২ লক্ষ মৌমাছি পালক: সীতারমন
কৃষকদের স্বার্থে অত্য়াবশকীয় পণ্য় আইনে সংশোধন আনা হবে: সীতারমন
রোগ নিরাময়ে ৫৩ কোটি পশুর টীকাকরণ করা হবে। এজন্য় খরচ হবে ১৩,৩৪৩ কোটি টাকা: সীতারমন
কৃষিজাত পণ্য়ের বিক্রিতে নয়া আইন আনা হচ্ছে। যে কোনও জায়গায় কৃষকরা পণ্য় বিক্রি করতে পারবেন। এর ফলে আন্তঃরাজ্য় পণ্য় পরিবহণে বাধা থাকবে না: সীতারমন
*কৃষিক্ষেত্রে উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ
*দুগ্ধ শিল্পের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ
*ভেষজ চাষে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
*মৎস্য়জীবীদের জন্য় ২০ হাজার কোটি টাকার প্য়াকেজ
*ক্ষুদ্র খাদ্য় প্রক্রিয়াকরণ শিল্পে ১০ হাজার কোটি টাকার প্য়াকেজ
* বিভিন্ন রাজ্য়ে ক্লাস্টার
*পচনশীল পণ্য় পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকি ও হিমঘরে শস্য় মজুতেও ৫০ শতাংশ ভর্তুকি
*মৎস্য়জীবীদের জন্য় ২০ হাজার কোটি টাকার প্য়াকেজ ঘোষণা।
*নতুন মৎস্য় বন্দর তৈরি করা হবে।
ক্ষুদ্র খাদ্য় প্রক্রিয়াকরণ শিল্পে ১০ হাজার কোটি টাকার প্য়াকেজ: সীতারমন
কৃষিক্ষেত্রে উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্য়াকেজের আওতায় হিমঘর, শস্য়, গুদাম: সীতারমন
লকডাউনে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কৃষকদের ১৮,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে: সীতারমন
কৃষি-সহ অন্য়ান্য় ক্ষেত্রে ১১টি ত্রাণ প্য়াকেজের ব্যবস্থা করা হয়েছে: সীতারমন
আজ কৃষি, মৎস্য়, ডেয়ারি ক্ষেত্রের জন্য় ঘোষণা করব: সীতারমন
মোদীর ২০ লক্ষ কোটির প্য়াকেজের তৃতীয় পর্যায়ে বিশদে ব্য়াখ্য়া দিতে সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমন।
আজ ফের সাংবাদিক বৈঠক করবেন নির্মলা সীতারমন। মোদীর ২০ লক্ষ কোটির প্য়াকেজের তৃতীয় পর্যায়ে বিশদে ব্য়াখ্য়া দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ নতুন কী ঘোষণা করেন সীতারমন, সেদিকেই তাকিয়ে সকলে।