সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে একাধিক রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ রোজ রেকর্ড ভাঙছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কী বললেন প্রধানমন্ত্রী দেখে নিন একনজরে-
Advertisment
বেশি করে মাইক্রো কনটেনমেন্ট জোনে গুরুত্ব ও নজর দিন।
নাইট কার্ফুকে 'করোনা কার্ফু' বলে উল্লেখ করুন।
টেস্টিং, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট, এই তিন বিষয় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্র।
আমরা যেন টেস্টিংকে হাল্কা ভাবে না নিই। সব জায়গায় সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নিয়ে আসতে হবে।
ভ্যাকসিন পর্যাপ্ত রয়েছে। উৎপাদন জোরকদমে চলছে। ভ্যাকসিনের পর্যাপ্ততা নিয়ে চিন্তা করবেন না। বেশি করে টিকাকরণে জোর দিন।
৪৫ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকাকরণ সুনিশ্চিত করুন।
১১-১৪ এপ্রিল সব রাজ্যে টিকা উৎসব অভিযান পালন করুন। যত বেশি সম্ভব এই সময়ে টিকাকরণ করার চেষ্টা করুন।
প্রয়োজনে টিকাকরণ কেন্দ্র বাড়ান।
আমাদের প্রয়াস এটাই হওয়া উচিত, যত বেশি সম্ভব যোগ্য ব্যক্তিদের টিকাকরণে জোর দিন।
যুবসমাজকে বলব, আপনারা এগিয়ে এসে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকা নিতে উৎসাহিত করুন।
করোনা প্রোটোকল মানতে যুব সমাজ উদাহরণ তৈরি করুক।
রাজ্যপালের নেতৃত্বে রাজ্যগুলি সর্বদলীয় বৈঠক করুক। বৈঠকে করোনা পরিস্থিতি বিশ্লেষণ করুন। সব বর্গে, সব ধর্মের প্রতিনিধি, তারকাদের মতো সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে এই বৈঠক হতে পারে।