New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/PM-Modi-1.jpg)
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে একাধিক রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ রোজ রেকর্ড ভাঙছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কী বললেন প্রধানমন্ত্রী দেখে নিন একনজরে-
Advertisment
- বেশি করে মাইক্রো কনটেনমেন্ট জোনে গুরুত্ব ও নজর দিন।
- নাইট কার্ফুকে 'করোনা কার্ফু' বলে উল্লেখ করুন।
- টেস্টিং, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট, এই তিন বিষয় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্র।
- আমরা যেন টেস্টিংকে হাল্কা ভাবে না নিই। সব জায়গায় সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নিয়ে আসতে হবে।
- ভ্যাকসিন পর্যাপ্ত রয়েছে। উৎপাদন জোরকদমে চলছে। ভ্যাকসিনের পর্যাপ্ততা নিয়ে চিন্তা করবেন না। বেশি করে টিকাকরণে জোর দিন।
- ৪৫ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকাকরণ সুনিশ্চিত করুন।
- ১১-১৪ এপ্রিল সব রাজ্যে টিকা উৎসব অভিযান পালন করুন। যত বেশি সম্ভব এই সময়ে টিকাকরণ করার চেষ্টা করুন।
- প্রয়োজনে টিকাকরণ কেন্দ্র বাড়ান।
Advertisment
- আমাদের প্রয়াস এটাই হওয়া উচিত, যত বেশি সম্ভব যোগ্য ব্যক্তিদের টিকাকরণে জোর দিন।
- যুবসমাজকে বলব, আপনারা এগিয়ে এসে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকা নিতে উৎসাহিত করুন।
- করোনা প্রোটোকল মানতে যুব সমাজ উদাহরণ তৈরি করুক।
- রাজ্যপালের নেতৃত্বে রাজ্যগুলি সর্বদলীয় বৈঠক করুক। বৈঠকে করোনা পরিস্থিতি বিশ্লেষণ করুন। সব বর্গে, সব ধর্মের প্রতিনিধি, তারকাদের মতো সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে এই বৈঠক হতে পারে।