/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-79.jpg)
হেলিকপ্টারে চড়েও কেদারনাথ নামতে পারলেন না যোগী আদিত্যনাথ
ঘন কুয়াশার কারণে কেদারনাথে নামতে পারলেন না যোগী আদিত্যনাথ। অগত্যা গন্তব্য বদল করতে হল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে। তিন দিনের উত্তরাখণ্ড সফরে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার তাঁর কেদারনাথ মন্দির দর্শনের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশায় তার হেলিকপ্টার কেদারনাথে অবতরণ করতে পারেনি তাই তিনি বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হন।
শনিবারই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেদারনাথ যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার সেখানে অবতরণ করতে পারেনি। শেষ মুহূর্তে তার কর্মসূচী পরিবর্তন করে তিনি বদ্রীনাথে চলে যান। আজ রবিবার আবহাওয়া ভাল থাকলে তিনি কেদারনাথ সফর করবেন।
কেদারনাথে খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথকে বেশ সমস্যায় পড়তে হয়। কেদারনাথে হেলিকপ্টার অবতরণ করতে না পারার কারণে, শেষ মুহূর্তে তাঁর পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছিল এবং বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হন তিনি। এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা যোগী আদিত্যনাথ নিরাপত্তা সংস্থার পরামর্শে বদ্রীনাথে গিয়েছিলেন।
যোগী আদিত্যনাথ, যিনি উত্তরাখণ্ডে তিন দিনের সফরে গিয়েছেন। নরেন্দ্র নগরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের সভায় যোগ দেওয়ার পরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হন তিনি। এই বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রুদ্রপ্রয়াগের অতিরিক্ত তথ্য ও জনসংযোগ আধিকারিক রতিলাল জানান, যোগী আদিত্যনাথকে কেদারনাথ মন্দিরে নিয়ে যাওয়া হেলিকপ্টার ঘন কুয়াশার কারণে সেখানে অবরতণ করতে পারেনি।
নিরাপত্তা সংস্থার পরামর্শে, আদিত্যনাথ বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন। যেখানে রবিবার তার যাওয়ার কথা ছিল। আদিত্যনাথ রবিবার 'জলাভিষেক' করতে কেদারনাথ যাবেন এবং তারপর লখনউতে ফিরবেন।