Advertisment

ট্রেনের চেহারায় বিপুল বদল, ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত

ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রেনের কোচে একাধিক বদল আনা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
indian railways covid-19, ভারতীয় রেল, ট্রেন

ছবি: টুইটার।

করোনার হানায় থমকে রেলের চাকা। তবে, করোনাভাইরাস মোকাবিলায় আগামী দিনে রেলপথে ট্রেনের চাকা গড়াতে ট্রেনের কামরায় একাধিক বদল আনার পথে হাঁটল ভারতীয় রেল। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রেনের কোচে একাধিক বদল আনা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে ট্রেনের কোচের এমনই এক নকশা মঙ্গলবার টুইটারে শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Advertisment

ভাইরাস যাতে কোনওভাবেই মানবশরীর স্পর্শ করতে না পারে, তা মাথায় রেখে নয়া নকশা বানানো হয়েছে। ট্রেনের হাতল তামায় মোড়া হয়েছে। ট্রেনের দরজার ছিটকিনিতেও তামার প্রলেপ দেওয়া হয়েছে। টুইটারে গোয়েল আরও জানিয়েছেন, প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়ার মতো ব্য়বস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাম নেপালের যুবরাজ, ভারত সাংস্কৃতিকভাবে প্রতারণা করেছে: কে পি শর্মা ওলি

কাপুরথালায় রেলের কারখানায় এই কোচগুলি তৈরি করা হয়েছে। নয়া কোচে থাকছে ফুট অপারেটেড ওয়াটার ট্য়াপ। অর্থাৎ, হাত নয়, পায়ের মাধ্য়মেই জল নেওয়া যাবে, সাবান ব্য়বহার করা যাবে। এমনকি, শৌচালয়ের দরজা, ফ্লাশের জন্য়ও পা ব্য়বহার করতে হবে। হাত নয়, পা দিয়ে ফ্লাশ করতে হবে।

রেলের তরফে জানানো হয়েছে, ভাইরাস যাতে কোনওভাবেই সংস্পর্শে আসতে না পারে, সে কারণে হাতের ব্যবহার যতটা সম্ভব কমানো হয়েছে। ট্রেনের হাতল, ছিটকিনি তামা দিয়ে মোড়া হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, ভাইরাস নাশ করতে পারে তামা। তামার মধ্যে ভাইরাস ধ্বংস হয়ে যায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway
Advertisment