/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_89a710.jpg)
ঘটনার সময় বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সকলেই পরিবারকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়।
সুস্থ হয়ে উঠার আশায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাত বছরের শিশুকে একটানা ১৫ মিনিট গঙ্গায় ডুব দিতে বাধ্য করল মা-বাবা। তারই জেরে মৃত্যু হল শিশুর। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
ক্যানসার নিরাময়ের আশায় মা-বাবা তাদের একমাত্র সন্তানকে রোগ মুক্তির আশায় ১৫ মিনিট গঙ্গায় ডুব দিতে বাধ্য করে। এর ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশুটির। যেখানে এই ঘটনা ঘটে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ছিল পুলিশ চেকপোস্ট। জানা গিয়েছে মৃত শিশুটির নাম রবি সাইনি। ঘটনার সময় শিশুটির সঙ্গেই ছিল তার বাবা-মা এবং এক আত্মীয়। সকলেই দিল্লির বাসিন্দা। এই ঘটনার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে শিশুর সেই আত্মীয়কে অবিরাম শিশুটিকে ঠাণ্ডা জলে ডুব দিতে বাধ্য করছেন। শিশুটির বাবা-মাকে সেই সময় কিছু মন্ত্র পাঠ করতে দেখা গিয়েছে।
ঘটনার সময় বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সকলেই পরিবারকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশুটির বাবা রাজকুমার ও মা শান্তি ও শিশুটির আত্মীয়কে পুলিশ হেফাজতে নিয়েছে।
রাজকুমার পুলিশকে জানিয়েছেন, কয়েকদিন আগে তারা শিশুটিকে নিয়ে দিল্লির এইমস-এ গিয়েছিল। কিন্তু চিকিৎসকরা হাল ছেড়ে দেন। এর পর অলৌকিক কিছুর আশায় তারা শিশুটিকে নিয়ে হরিদ্বার যায়। ঘটনাস্থলে উপস্থিত হরিয়ানার কুরুক্ষেত্রের এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনা দেখে আমি চিৎকার করে উঠি। এক ব্যক্তি জোর করে শিশুটিকে মহিলার হাত থেকে মুক্ত করার চেষ্টা করেন। আমরাও তাকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে উপস্থিত আরেক ভক্ত পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।