Advertisment

আগামী ১ বছর মাসিক ৫০ হাজার টাকা পিএম কেয়ার্স ফান্ড-এ দান বিপিন রাওয়াতের

মার্চ মাসে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এই বিষয়ে দেখভালকারী আধিকারিকদের একটি চিঠি লিখেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রাখতে নিজের বেতন থেকে প্রতিমাসে ৫০ হাজার টাকা প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডে অনুদান হিসেবে দেওয়া শুরু করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। আগামী এক বছর তিনি এই অনুদান দিয়ে যাবেন বলে খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। মাসিক যে বেতন তিনি পান সেখান থেকেই এই টাকা কেটে তা পিএম কেয়ার্স ফান্ডে আগামী ১২ মাস জমা পড়বে বলে প্রতিরক্ষাসূত্রে জানান হয়েছে সংবাদসংস্থা এএনআইকে।

Advertisment

সূত্র সংবাদসংস্থাকে এএনআইকে বলেন যে, মার্চ মাসে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এই বিষয়ে দেখভালকারী আধিকারিকদের একটি চিঠি লিখেছিলেন এই মর্মে যে তাঁর বেতন থেকে প্রতিমাসে ৫০,০০০ টাকা করে পরবর্তী এক বছরের জন্য প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডে জমা দেওয়ার জন্য। সেই মোতাবেক এপ্রিল মাস থেকে সেই টাকা করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমাও পড়েছে বলে খবর এএনআই সূত্রে।

এর আগে প্রধানমন্ত্রী কেয়ারস তহবিল চালু হওয়ার সাথে সাথে চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ সমস্ত সেনা কর্মীরাও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রাখতে এক দিনের বেতন দান করেছিলেন। এমনকী মার্চ মাসে নিজের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে দান করেন প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও কোভিড ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রাক্তন কোস্টগার্ড প্রধান রাজেন্দ্র সিংও তাঁর ৩০% বেতন সাহায্য করেন পিএমও ফান্ডে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus PM Narendra Modi
Advertisment