Advertisment

Republic Day 2024: হলুদ 'বাঁধনি' পাগড়ি, সাদা কুর্তা পায়জামা…! মোদীর নতুন স্টাইলে কীসের ইঙ্গিত?

প্রধানমন্ত্রী তার পাগড়ির জন্য বেছে নিয়েছেন বাঁধনি প্রিন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day Parade,Republic Day 2024,Republic Day 2024 parade,Republic Day 2024 photos,French President Emmanuel Macron,Republic Day 2024 theme,gantantra diwas,India Republic Day,26 January,pm modi todays look"

হলুদ 'বাঁধনি' পাগড়ি, সাদা কুর্তা পায়জামা...! মোদীর নতুন স্টাইলে কীসের ইঙ্গিত?

দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাগড়ি আলোচনার বিষয় হয়ে উঠেছে। সকলের চোখ ছিল প্রজাতন্ত্র দিবসে মোদীর এই বিশেষ পাগড়ির দিকে। আসলে, প্রতি বছর প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীকে বিভিন্ন ধরনের পাগড়ি পরতে দেখা যায়। তার পাগড়ি প্রতিবছর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এ বছরও প্রজাতন্ত্র দিবসে বিশেষ পাগড়ি পরেছেন প্রধানমন্ত্রী মোদী। এ বছর প্রধানমন্ত্রী তার পাগড়ির জন্য বেছে নিয়েছেন বাঁধনি প্রিন্ট।

Advertisment

মোদীর পরা পাগড়িটি লাল, হলুদ এবং গোলাপী রঙের, এটির পিছনে নীল রঙও রয়েছে, একে বাঁধনি প্রিন্ট বলা হয়, যা রাজস্থানে খুব জনপ্রিয়। সাদা কুর্তা-পাজামার সঙ্গে পাগড়ির লুকে তিনি কুচকাওয়াজের অনুষ্ঠানে সামিল হন। কুর্তার ওপরে বাদামি রঙের জ্যাকেট পরেছেন প্রধানমন্ত্রী মোদী।

বাঁধনি প্রিন্ট কি?

এর নাম থেকেই বোঝা যায়, বাঁধনি শব্দের অর্থ বাঁধা। বাঁধনি প্রিন্টে যে বহুবর্ণের সমাহার, তা ভারতের ঐতিহ্যকে শ্রদ্ধা জানায় ও এর তাৎপর্য নিছক ফ্যাশনের থেকে অনেক ঊর্ধ্বে । বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক এটি । বাঁধনি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ 'বন্ধন' থেকে, যার অর্থ 'বেঁধে রাখা'। এর একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে । এটি একটি সূক্ষ্ম শিল্পকলা যেখানে ফ্যাব্রিককে টাই-ডাইড করা হয় ডিজাইন তৈরি করার জন্য।

রাজস্থানি প্রিন্টের পাগড়ি পরা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে গুঞ্জন । প্রধানমন্ত্রীর পাগড়ির রঙ প্রধানত হলুদ এবং এই রঙটি ভগবান রামের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়।

Republic Day modi
Advertisment