ভারত সীমান্তে টেলি যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ

বহু ভারতীয় মুসলমান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। যা বন্ধ করতেই আন্তর্জাতিক সীমান্তে টেলি যোগাযোগ বন্ধের নির্দেশ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।

বহু ভারতীয় মুসলমান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। যা বন্ধ করতেই আন্তর্জাতিক সীমান্তে টেলি যোগাযোগ বন্ধের নির্দেশ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত সীমান্তে টেলি যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ।

'নিরাপত্তার স্বার্থে' ভারত সীমান্তে টেলি যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ। দুই দেশের সীমান্তের এক কিলোমিটার অঞ্চলে টেলি যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশের আগে এই সিদ্ধান্তই কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা।

Advertisment

সিএএ ও প্রস্তাবিত এনআরসির ফলে বহু ভারতীয় মুসলমান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। যা বন্ধ করতেই আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে টেলি যোগাযোগ বন্ধের নির্দেশ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।

আরও পড়ুন: সিএএ সম্পর্কে বাংলাদেশের আশঙ্কা বাড়িয়ে ভুল করছে ভারত

Advertisment

প্রসঙ্গত, ভারতের সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন। নির্ধারিত ভারত সফরও বাতিল করে দেন তিনি। নয়াদিল্লিকে হাসিনা সরকারের তরফে জানানো হয়, ভারত অনুপ্রবেশকারীদের তালিকা দিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে দাবি করেছিলেন, বাংলাদেশে হিন্দুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছিল ঢাকা। প্রতিবেশী রাষ্ট্রের বিদেশমন্ত্রী জানিয়েছিলেন, আশা করি ভারত এমন কিছু করবে না যাতে আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে যায়। বাংলাদেশ সব ধর্মের মানুষই নিরাপদ।

ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দিন কয়েক আগেই দাবি করেন বিএসএফ ও বিজিবি।

Read the full story in English

Bangladesh India