scorecardresearch

কানাডায় খালিস্তানপন্থীদের বিক্ষোভ, পঞ্জাবের পরিস্থিতির ওপর নজর আছে, জানালেন কানাডার বিদেশমন্ত্রী

বেশ কিছু হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছে খালিস্তানপন্থীরা।

Amritpal Singh, Waris Punjab De, Crackdown on Waris Punjab De, Crackdown on Amritpal Singh, Indian Express, India news, current affairs

পঞ্জাবে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে কঠোরতা ইস্যুতে অবস্থান স্পষ্ট করল কানাডা। সেদেশের বিদেশমন্ত্রী মেলানি জলি জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন। কানাডায় সম্প্রতি ভারতের বিরুদ্ধে বিক্ষোভ বেড়েছে। সেখানে খালিস্তান সমর্থকরা অত্যন্ত সক্রিয়। কানাডায় প্রচুর শিখ রয়েছেন। তাঁদের অনেকে আবার খালিস্তান সমর্থক। সেই সমর্থকরা কানাডার বেশ কিছু হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছে।

তারই মধ্যে কানাডার বিদেশমন্ত্রী পঞ্জাব ইস্যুতে কানাডা সরকারের অবস্থান স্পষ্ট করলেন। কানাডার ইন্দো-কানাডিয়ান জনপ্রতিনিধি ইকবিন্দর এস গহির। তিনি কানাডার হাউস অফ কমন্সে পঞ্জাব ইস্যুতে কানাডা সরকারের অবস্থান জানতে চেয়েছিলেন। তারই প্রেক্ষিতে কড়া নজর রাখার কথা জানিয়েছেন কানাডার বিদেশমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা পাঞ্জাবের ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে সচেতন। আর, আমরা গোটা পরিস্থিতি খুব সতর্কভাবে নজর রাখছি। পরিস্থিতি যাতে স্থিতিশীল হয়, এখন আমরা সেই অপেক্ষায় আছি। কানাডিয়ানরা সর্বদা কানাডা সরকারের ওপর নির্ভর করতে পারে। আমরা বিভিন্ন সম্প্রদায়ের উদ্বেগ সমাধান করতে পারব। তাঁরা এই আস্থা রাখতে পারেন।’

পঞ্জাব পুলিশ ইতিমধ্যেই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। তদন্তে উঠে এসেছে, পঞ্জাবের সীমান্ত এলাকায় বহু যুবককে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কারা এই প্রশিক্ষণ পেয়েছে, তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি, খালিস্তানপন্থী সংগঠনের পলাতক নেতা অমৃতপাল সিংয়ের সন্ধানেও জোরকদমে চলছে তল্লাশি।

আরও পড়ুন- বিজেপি উন্নতি চায়, আর কংগ্রেস কর্ণাটককে এটিএম মনে করে, জনসভায় সরব মোদী

ইকবিন্দর সিং গহির জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন যে পঞ্জাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর, তারপর ঘিরে ধরে তল্লাশির নামে ব্যাপক হেনস্থা করা হচ্ছে। সেই ব্যাপারেই বিস্তারিত জানতে চেয়ে কানাডার বিদেশমন্ত্রীর কাছে ভারতের পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। কানাডার বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, যাতে তিনি সেদেশের জনপ্রতিনিধি সভাকে ভারতের পরিস্থিতি সম্পর্কে জানান।

এই পরিস্থিতিতে অমৃতপাল সিং ইস্যুতে মুখ খুলেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি জানিয়েছেন, বিদেশে বসবাসকারী লোকজন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু বিষয় দেখে সেই ‘ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা’-কে বিশ্বাস করছেন। সেই কথা মাথায় রেখে ওই বিদেশে বসবাসকারী লোকজনকে সেসব ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত বিষয়বস্তু বিশ্বাস না-করার আহ্বান জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Foreign minister melanie joly says that canada is very closely following the developments in punjab