Advertisment

চলন্ত ট্রেনে গুলি কাণ্ডে নয়া মোড়, ফরেন্সিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ঠিক কী অভিযোগ?

ভাইরাল ভিডিওকাণ্ডের জেরেই আরপিএফ ফরেন্সিক তদন্ত চালায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai, mumbai news, indian express news

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল চেতন সিং

চলন্ত ট্রেনে গুলি কাণ্ডে নয়া মোড়। ফরেনসিক তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। গুলি চালানোর আগে আরপিএফ কন্সটেবল চেতন সিংকে সাম্প্রদায়িক ঘৃনাত্মক মন্তব্য করতে শোনা যায়। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ‘ঘৃণামূলক মন্তব্য’ করেছিলেন চেতন সিং’ই। এমনই উঠে এসেছে ফরেনসিক তদন্তে। ভাইরাল ভিডিওগুলির পরিপ্রেক্ষিপ্তে আরপিএফ ফরেন্সিক তদন্ত চালায়। সেই তদন্তে ‘ঘৃণামূলক মন্তব্য’ চেতন কুমারের বলেই নিশ্চিত করেছে জিআরপি।  

Advertisment

গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মীদের মতে, ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যায় যাত্রীর উদ্দেশ্যে   চেতন সিংয়ের বেশ কিছু আপত্তিকর মন্তব্য। ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে ওই ভিডিও’তে থাকা আরপিএফ কন্সটেবল চেতন সিং’ই।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল চেতন সিংকে ৩১ জুলাই মুম্বই-জয়পুর ট্রেনের ভিতরে চারজনকে গুলি করে হত্যা করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করে। তারপরই তদন্তে নামে জিআরপি। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ক্লিপগুলির ফরেনসিক পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গিয়েছে "ঘৃণাত্মক মন্তব্য" কাণ্ডে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন সিং’ই ছিলেন।

জয়পুর-মুম্বই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে এসকর্ট ডিউটিতে থাকা আরপিএফ কনস্টেবল, তার সিনিয়র অফিসার সহকারী সাব-ইন্সপেক্টর টিকারাম মীনা এবং তিন যাত্রী - আব্দুল কাদের মহম্মদ হোসেন ভানপুরাওয়ালা, সৈয়দ সাইফুদ্দিন এবং আসগর আব্বাস শেখ সহ চারজনকে গুলি করে হত্যা করেন অভিযুক্ত কনস্টেবল।

জিআরপি তদন্তকারীরাও সোমবার আদালতকে জানিয়েছে যে তারা সেই যাত্রীদের শনাক্ত করতে পেরেছেন যারা সিংয়ের ভিডিও রেকর্ড করেছিলেন যাতে তাকে "আপত্তিকর" এবং "ঘৃণাত্মক" মন্তব্য করতে দেখা যায়।

সূত্রের খবর, জিআরপি অন্যান্য যাত্রীদের বিবৃতিও রেকর্ড করেছেন যারা ট্রেনে চার জনকে হত্যা করার পর সিংকে সাম্প্রদায়িক "আপত্তিকর" মন্তব্য করতে দেখেছেন।

এপ্রসঙ্গে এক সিনিয়ার জিআরপি অফিসার জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট এবং যাত্রীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত চেতন সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 153A ধারা আনা যেতে পারে অনায়াসেই। এই ঘটনায় এক জিআরপি কর্মী এবং দু'জন RPF জওয়ানের বক্তব্য রেকর্ড করা হয়েছে  যারা সেই সময় একই ট্রেনে ডিউটিতে ছিলেন।  

যদিও আদালতে চেতন সিংয়ের আইনজীবী অমিত মিশ্র দাবি করেছেন চেতন সিংয়ের মানসিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তিনি এক বছরের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন।

RPF
Advertisment