Advertisment

লোকালয়ে ১২ ফুটের কিং কোবরা, চোখ কপালে বাসিন্দাদের

Gorumara National Forest: বিশালকায় কিংকোবরা উদ্ধারের খবর পেয়ে ততক্ষণে এলাকায় ভিড় জমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
King Cobra, Gorumara, North bengal

উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ১২ ফুটের সাপ। ছবি: সন্দীপ সরকার

Gorumara National Forest: কয়েক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। ঘন জঙ্গলের আশ্রয় ছেড়ে মাঝে-মধ্যেই গরুমারা জাতীয় উদ্যান থেকে লোকালয়ে ঢুকেছে বিষধর সাপের দল। সোমবার সকালেও একই ঘটনা ডুয়ার্সের গরুমারা জঙ্গল লাগোয়া রামশাই এলাকায়। সাতসকালে এলাকায় ১২ ফুটের কিংকোবরা দেখে চোখ কপালে ওঠার জোগার বাসিন্দাদের। জানা গিয়েছে, পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা সাপটি উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিয়েছেন।

Advertisment

জানা গিয়েছে, ঘন জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে আশ্রয়ের খোঁজে বিষধর কিংকোবরা। থরহরি কম্প দশা বাসিন্দাদের। গত কয়েকদিনে এমনই বেশ কয়েকটি বিষধর সাপের হদিশ মিলেছে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া একাধিক এলাকায়। সোমবার সকালেও একই ছবি ধরা পড়েছে। গরুমারা জঙ্গল লাগোয়া এই এলাকায় ঢুকে পড়েছিল ১২ ফুটের কিংকোবরা।  রামসাই বনদফতরের কোয়ার্টারের পাশে ঝোপের মধ্যে একটি বিশাল আকারের কিংকোবরা দেখতে পান বনকর্মীরা। সাপ দেখে আতঙ্কে তটস্থ হয়ে পড়েন স্থানীয়রাও।

publive-image
ঝোপের আড়ালে মুখ বের করে সেই কেউটে। ছবি: সন্দীপ সরকার

সাপটি উদ্ধারে খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। সেই সংগঠনের সদস্যরা এসে সাপটি ধরতে তোড়জোড় শুরু করেন। ঘণ্টাখানেকের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে খাঁচায় পোড়েন তাঁরা। দেখুন সাপ উদ্ধারের সেই ভিডিও:

এদিকে, বিশালকায় কিংকোবরা উদ্ধারের খবর পেয়ে ততক্ষণে এলাকায় ভিড় জমেছে।আতঙ্ক সঙ্গে নিয়েই সাপটি দেখতে ছুটে আসেন অনেকে। ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় জানান, রামসাইতে বনদফতরের কোয়ার্টারের ঝোপে কিংকোবরা লুকিয়ে থাকার খবর পান তাঁরা। ঝোপ থেকে ১২ ফুটের কিংকোবরা উদ্ধার করা হয়েছে।

publive-image
সাপ দেখতে উৎসাহী মানুষের ঢল। ছবি: সন্দীপ সরকার

তাঁর মতে, ‘এই সাপগুলির মূলত আশ্রয়স্থল গরুমারা জাতীয় উদ্যান। বৃষ্টির ফলে জঙ্গলে সাপের গর্তে জল ঢুকে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে বড় মাপের এই বিষধর কিংকোবরাও। যেভাবে জঙ্গল ছেড়ে একের পর এক কিংকোবরা লোকালয়ে ঢুকে পড়ছে তা অত্যন্ত উদ্বেগের।‘ এদিকে, সাপটি উদ্ধারের পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ফের তাকে গরুমারা জাতীয উদ্যানেই ছেড়ে দেওয়া হবে বলে খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

north bengal Dooars King Cobra
Advertisment