Advertisment

উত্তর প্রদেশে টেট পরীক্ষায় জালিয়াতির দায়ে গ্রেফতার ৩৫

টেট পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল ৩৫ জনকে। পরীক্ষা চলাকালীন অনৈতিক কাজ করছিল তারা। গত রবিবার গোটা রাজ্য থেকে পরীক্ষার্থী সহ এমন ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টেট পরীক্ষায় জালিয়াতিতে গ্রেফতার ৩৫ জন।

টেট পরীক্ষায় জালিয়াতির অভিযোগে উত্তর প্রদেশে গ্রেফতার করা হল ৩৫ জনকে। পরীক্ষা চলাকালীন অনৈতিক কাজ করছিল তারা। গত রবিবার গোটা রাজ্য থেকে পরীক্ষার্থী সহ এমন ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, প্রথম থেকে অষ্টম শ্রেণীতে যেকোনও সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করতে গেলে এই পরীক্ষা বাধ্যতামূলক।

Advertisment

পুলিশের ডিরেক্টর জেনারেলের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ইতিমধ্যেই ন'জনকে গ্রেফতার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পাশাপাশি বাকিদের একাধিক জেলা থেকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

প্রতারণার দায়ে মোরাদাবাদ থেকে এখনও পর্যন্ত ছ'জনকে গ্রেফতার করা হয়েছে। তারা অ্যাডমিট কার্ডের ছবি জাল করার চেষ্টা করছিল। পাশাপাশি পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির সময়ে বিজনোরে ওই দলেরই এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ, ওই ব্যক্তিরা অন্য পরীক্ষার্থীদের নাম ভাঁড়িয়ে, তাঁদের হয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করছিল। পাশাপাশি পরীক্ষার জাল নথিও তৈরি করছিল ওই অভিযুক্তের দল। এমনকি এও জানা গিয়েছে পরীক্ষার হলে ব্লু-টুথ ডিভাইসও ব্যবহার করছিল পরীক্ষা চলাকালীন।

ডিজিপির অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে 'solver gangs' নিয়ে চলা অভিযানের মাধ্যমেই এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে এদের সাহায্য নিয়ে জালিয়াতি চলছে বেশ অনেকদিন ধরেই। ডিজিপি ওমপ্রকাশ সিং সম্প্রতি আইজি এসটিএফ অমিতাভ যশকে নির্দেশ দিয়ে জানিয়েছেন যে এই বছরের টেট পরীক্ষায় যেন কোনও সমস্যা না হয় সে দিকে খেয়াল রাখতে।

Read the full story in English 

Education
Advertisment