প্রয়াত অসমের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তরুণ গগৈ। এদিন বিকেল ৫টা ৩৪ মিনিটে তাঁর জীবনাবসান হয়। মাল্টি অর্গান ফেলিওর হয়ে তাঁর মৃত্য়ু হয়েছে। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। অসমে তিনবারের মুখ্য়মন্ত্রী ছিলেন গগৈ।
করোনায় আক্রান্ত হয়েছিলেন তরুণ গগৈ। এর পরের দিনই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২ মাস পর গত ২৫ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। গত ২ নভেম্বর করোনা পরবর্তী শারীরিক সমস্য়া নিয়ে ফের হাসপাতালে ভর্তি করা হয় ৮৪ বছর বয়সী কংগ্রেস নেতাকে।
Shri Tarun Gogoi Ji was a popular leader and a veteran administrator, who had years of political experience in Assam as well as the Centre. Anguished by his passing away. My thoughts are with his family and supporters in this hour of sadness. Om Shanti. pic.twitter.com/H6F6RGYyT4
— Narendra Modi (@narendramodi) November 23, 2020
১৯৩৬ সালের ১ এপ্রিল জন্ম তরুণ গগৈয়ের। ১৯৭৬ সালে ইন্দিরা জমানায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। লোকসভায় ৬ বারের সাংসদ তিনি। ১৯৭১-৮৫ সাল পর্যন্ত যোরহাট থেকে লড়েছিলেন তিনি। এরপর কালিয়াবর থেকে নির্বাচিত হন তিনি(১৯৯১-৯৬/১৯৯৮-২০০২)।
আরও পড়ুন: ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে’, চার রাজ্যের থেকে করোনা রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
তরুণ গগৈয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর শারীরিক অবস্থা অতি সংকটজনক বলে আগে জানিয়েছিলেন সে রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার বিকেলের পর থেকেই কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তরুণ গগৈয়ের শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একথা জানিয়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রীর পুত্র গৌরব গগৈ। তিনি আরও জানান, তাঁর বাবাকে দেখতে অনেকেই এসেছেন। দেশের বিভিন্ন মুখ্য়মন্ত্রী ও নেতাদের থেকে ফোন পেয়েছেন গৌরব।
রাজ্য়ের মন্দির, মসজিদ, গির্জায় তরুণ গগৈয়ের আরোগ্য় কামনা করে প্রার্থনা করেন তাঁর অনুগামীরা।
শনিবার রাত থেকে কংগ্রেসের সাংসদ, বিধায়ক, নেতারা হাসপাতালে ভিড় জমান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন