CBI-র প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা প্রয়াত

বৃহস্পতিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। কোভিডের জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। কোভিডের জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Former CBI director dead

সিবিআই-য়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা

প্রয়াত সিবিআই-য়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। শুক্রবার সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। কোভিডের জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে।

Advertisment

১৯৭৪ সালে বিহার ক্যাডারের আইপিএস ছিলেন রঞ্জিত সিনহা। চাকরি জীবনে বিভিন্ন সময়ে সামলেছেন গুরুত্বপূর্ণ পদ। আইটিবিপি-র ডিজি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের চিফ হয়েছিলেন। সামলেছিলেন সিবিআইয়ের পাটনা ও দিল্লি অফিসের উঁচু পদের দায়িত্বভার। পরবর্তীতে ২০১২ সালে দু'বছরের জন্য সিবিআইয়ের ডিরেক্টরও হন তিনি।

তবে, কয়লা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রঞ্জিত সিনহার। ২০১৭-তে কয়লা কেলেঙ্কারি মামলায় তাঁকে জেরারকরা হয়েছিল।

Read in English

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cbi coronavirus