ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। শনিবার নিজের বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গেসঙ্গেই স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নারায়ণী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক।
যোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালে জানানো হয়েছে, তিনি নিজের বাসভবনে হঠাৎ করেই অচৈতন্য হয়ে পড়েন সকালে। জনতা কংগ্রেস ছত্তিশগড়ের প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে মারওয়াহি কেন্দ্রের বিধায়ক।
হাসপাতাল থেকে যে হেলথ বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই যোগীকে তাঁর বাড়িতেই সিপিআর (কার্ডিও পালমোনারী রিজাকসাইটেশন) দেওয়া হয়। "নিজের বাড়ির বাগানে অচৈতন্য হয়ে যাওয়ার পর শনিবার দুপুর সাড়ে বারোটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ইসিজি ও পালস স্বাভাবিক। তবে এখনো শ্বাস নিতে সমস্যা হচ্ছে ওঁর। ভেন্টিলেটরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।।ওঁর অবস্থা বেশ সঙ্কটজনক।" জানানো হয়েছে হাসপাতালের তরফে।
যোগীর স্ত্রী তথা কোটা কেন্দ্রের বিধায়ক রেণু যোগী এবং পুত্র অমিত ৭৪ বছরের দুঁদে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে রয়েছেন। ফেসবুকে পোস্ট করে বাবার জন্য সবার কাছ থেকে আরোগ্যের প্রার্থনার আর্জিও করেছেন অমিত। তিনি লিখেছেন, "ওষুধপত্রের সঙ্গে ২.৫ কোটি ছত্তিশগড়বাসীর প্রার্থনারও প্রয়োজন।"
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন