Advertisment

বিচারব্যবস্থার নিরপেক্ষতা-আদর্শের সঙ্গে আপস করেছেন রঞ্জন গগৈ: অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়েন জোসেফ

‘‘রাজ্যসভার মনোনয়ন গ্রহণ করে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচারব্যবস্থার স্বাধীনতায় সাধারণ মানুষের বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছেন’’

author-image
IE Bangla Web Desk
New Update
ranjan gogoi, রঞ্জন গগৈ, প্রাক্তন প্রধান বিচারপতি, গগৈ, রঞ্জন গগৈ, cji gogoi, রঞ্জন গগৈ রাজ্যসভা, ranjan gogoi rahya sabha, ranjan gogoi bjp, গগৈ রাজ্যসভা, cji gogoi judgments

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়েন জোসেফ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাষ্ট্রপতির অনুমোদনে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই বিতর্কে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এ সিদ্ধান্তে গগৈকে বিঁধলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়েন জোসেফ। ‘‘রাজ্যসভার মনোনয়ন গ্রহণ করে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচারব্যবস্থার স্বাধীনতায় সাধারণ মানুষের বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছেন’’, এ ভাষাতেই সোচ্চার হয়েছেন জোসেফ। বিচারব্যববস্থার নিপপেক্ষতা ও আদর্শের সঙ্গে কীভাবে আপস করতে পারলেন গগৈ, এ নিয়েও ‘বিস্মিত’ জোসেফ।

Advertisment

এর আগে, গগৈয়ের প্রাক্তন সহকর্মী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুরও এ বিষয়ে সরব হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিচারপতি লোকুর জানান, “বিচারপতি গগৈকে কী ‘সম্মান প্রদান’ করা হবে তাই নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। সুতরাং এই মনোনয়নে অবাক হচ্ছি না, তবে এত দ্রুত হবে, সেটা ভাবিনি। এতে অবাক হচ্ছি বটে। এর ফলে বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা এবং সততার নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। শেষ স্তম্ভেরও কি পতন ঘটল?”

আরও পড়ুন: শপথ নিয়ে জানাব কেন রাজ্যসভায় যাচ্ছি: গগৈ

উল্লেখ্য, রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করার অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন গ্রহণ করেছিলেন তা তিনি শীঘ্রই প্রকাশ করবেন বলে এদিন জানিয়েছেন গগৈ। এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, “আমি আগামিকাল সম্ভবত দিল্লি যাব। আমাকে প্রথমে শপথ নিতে দিন তারপরে আমি সংবাদমাধ্যমের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলব। কেন আমি এটি মেনে নিয়েছি এবং কেন আমি রাজ্যসভায় যাচ্ছি সে বিষয়েও কথা বলব’’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment