Advertisment

গ্রেফতারির একদিনের মধ্যেই জামিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের! মামলার বৈধতা নিয়ে প্রশ্ন

Assam: রবিবার গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, অসম সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া ৯.৩৭ লক্ষ টাকার ঋণ খেলাপ করা।

author-image
Joy Deep Sen
New Update
Rampurhat Bagtui Massacre investigation Cbi Updates

বগটুই গণহত্যার তদন্তে সিবিআই।

 Assam: ঋণ খেলাপি মামলায় গ্রেফতারির একদিন পরেই জামিন পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। সোমবার অশোক সইকিয়ার জামিন মঞ্জুর করেছে গুয়াহাটির বিশেষ সিবিআই আদালত। তাঁর বাবা হিতেশ্বর সইকিয়া অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দাদা দেবব্রত সইকিয়া রাজ্যের বিরোধী দলনেতা। কংগ্রেসি ঘরানার এহেন রাজনৈতিক পরিবারের কনিষ্ঠ সন্তানকে রবিবার গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া ৯.৩৭ লক্ষ টাকার ঋণ খেলাপ করা। ১১৯৬ সালের এই ঘটনায় ১৯৯৮ সালে এফআইআর দায়ের করেন ওই ব্যাঙ্কের এক কর্মচারী।

Advertisment

যদিও পৃথক সমঝোতার মাধ্যমে সেই ঋণ পরিশোধ করেছেন তিনি। রবিবার এই দাবি করেছিলেন অশোক সইকিয়া। এমনকি, সেই দাবির পক্ষে নথিও সামনে আনেন তিনি।  পেশায় ব্যবসায়ী অশোক বলেন, ‘২০১১ সালে আমি ঋণ পরিশোধ করি। ২০১৫ সালে সেই অর্থ গ্রহণ করে ব্যাঙ্ক আমাকে শংসাপত্র দিয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ আমার থেকে ব্যাঙ্কের আর কিছু প্রাপ্য নেই।‘

তারপরেও অর্থহীন ভাবে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। রবিবার বিবৃতিতে জানান অশোক। তিনি দাবি করেন, ‘আমার বাড়িতে গোয়েন্দারা আসবেন, এই সংক্রান্ত কোনও আগাম নোটিশ সিবিআই বা আদালত দেয়নি। একমাত্র রাজ্য সরকার এবং সিবিআই জানে, কেন আমাকে গ্রেফতার করা হয়েছে।‘

এদিকে, ভাইয়ের জামিনের পর দেবব্রত সইকিয়া বলেন, ‘আমি আইনজীবীর মারফৎ খবর পাই ভাইয়ের জামিন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ও বাড়ি চলে আসব। তখন বিষয়টা পুরো বলতে পারব।‘ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি আরও জানান, ভাই পলাতক ছিলেন না। বাড়িতেই ছিলেন। সেখানেই সিবিআই গোয়েন্দারা এসে তাঁকে বলে, আপনাকে যেতে হবে। আগাম কেউ কোনও খবর দেয়নি। তারপরেই গ্রেফতার করে। এই মামলার কোনও বৈধতা নেই।‘   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cbi Assam Leader of Opposition Loan default Case
Advertisment