Advertisment

এবার 'Z+' নিরাপত্তা বলয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ

৬৬ বছরের রঞ্জন গগৈ ২০১৯ সালের নভেম্বরে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেন। পরে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন পান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-য়ের নিরাপত্তা বাড়ল কেন্দ্র। এখন থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন গগৈ। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Advertisment

৬৬ বছরের রঞ্জন গগৈ ২০১৯ সালের নভেম্বরে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেন। পরে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়ন পান তিনি। বর্তমানে নানা কাজে তাঁকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। সেই সূত্রেই গগৈ-য়ের নিরাপত্তা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করেছে কেন্দ্র।

বর্তমানে সিআরপিএফ-এর সশস্ত্র বাহিনী বলয়ে থাকবেন দেশের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ। এতদিন তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল দিল্লি পুলিশ। এই নিয়ে গগৈ হলেন দেশের ৬৩তম ব্যক্তি- যাঁকে সিআরপিএফ সুরক্ষা দেবে।

জানা গিয়েছে, বর্তমানে ৮-১২ জন সিআরপিএফ সশস্ত্র বাহিনীর কম্যান্ডার যাতায়াতের সময় গগৈ-য়ের চারপাশে বলয় তৈরি করে রাখবেন। তাঁর বাড়িতেও একই সংখ্যক বাহিনী মোতায়েন থাকবে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ranjan Gogoi
Advertisment