Natwar Singh: প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিং। দীর্ঘ অসুস্থতায় ভোগার পর শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৩। গত কয়েক সপ্তাহ ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মোদী প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের কূটনৈতিক দক্ষতা ও বিদেশ নীতির প্রশংসাও করেছেন। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০৫ সালের ভারত-মার্কিন পারমাণবিক চুক্তিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিং। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘শ্রীনটবর সিংজির প্রয়াণে আমি গভীরভাবে দুঃখিত। বিদেশ নীতি ও কূটনীতির ক্ষেত্রে তাঁর অবদান দেশকে সমৃদ্ধ করেছে। লেখনী শক্তির অসাধারণ পরিচয় দিয়েছেন তিনি। ওঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি এই শোকের সময়ে আমার সমবেদনা রইল। ওম শান্তি।’
প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর লিখেছেন, 'বিশিষ্ট কূটনীতিক এবং প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিংয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ২০০৫ সালের জুলাইয়ে ভারত-মার্কিন পারমাণবিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে চিন সম্পর্কে তাঁর লেখা আমাদের কূটনীতিতে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। তার পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি'। দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই রাজনীতিক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।