Advertisment

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বাড়িতে সিবিআই!

জমি বণ্টনে দুর্নীতির মামলার তদন্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বাড়িতে হানা দিল সিবিআই। এ মামলায় দিল্লি-এনসিআর এলাকার বেশ কিছু জায়গাতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
hooda, হুডা

ভূপিন্দর সিং হুডার বাড়িতে সিবিআই তল্লাশি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভূপিন্দর সিং হুডার বাড়িতে হানা দিল সিবিআই। জমি বণ্টনে দুর্নীতির মামলার তদন্তে এদিন সকালে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। পাশাপাশি এ মামলায় দিল্লি-এনসিআর এলাকার বেশ কিছু জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Advertisment

উল্লেখ্য, গত নভেম্বরে হরিন্দর ধিংরা নামের এক আরটিআই কর্মী গুরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এ মামলায় হুডার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জি জানান তিনি। তাঁর অভিযোগ, ২০১১ সালে ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন অ্যান্ড অ্যামিউজমেন্ট লিমিটেডকে জমির লিজ নিতে অনুমোদন দেন হুডা। যার জেরে রাজ্য কোষাগারে ৫০০ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে। অর্থ লাভের জন্যই হুডা এ কাজ করেছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

আরও পড়ুন, কংগ্রেস নেতা ভূপিন্দর হুডার বিরুদ্ধে সিবিআই চার্জশিট

প্রসঙ্গত, এর আগে দুর্নীতির মামলায় কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা ও মোতিলাল ভোরার বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। হরিয়ানার পাঁচকুলায় একটি জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে অ্যাসোসিয়েটেড জার্নালের বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাঁচকুলায় একটি জমি বেআইনি ভাবে অ্যাসোসিয়েটেড জার্নালকে দেওয়ার অভিযোগ উঠেছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, ওই জমি বণ্টনের জেরে ৬৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Read the full story in English

national news cbi
Advertisment