Advertisment

জনসুরক্ষা আইনে আটক শাহ ফয়জল

শনিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তা আইন (পিএসএ) এর অধীনে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
former IAS officer Shah Faesal booked

প্রাক্তন কাশ্মীরি আইএএস কর্মকর্তা শাহ ফয়জলকে জনসুরক্ষা আইনে আটক করল জম্মু-কাশ্মীর প্রশাসন।

ওমর আবদুল্লা, মেহবুবা মুফতির পর এবার প্রাক্তন কাশ্মীরি আইএএস কর্মকর্তা শাহ ফয়জলকে জনসুরক্ষা আইনে আটক করল জম্মু-কাশ্মীর প্রশাসন। আগস্ট মাস থেকেই আটক ছিলেন তিনি। শনিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তা আইন (পিএসএ) এর অধীনে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির বিরুদ্ধে কঠোর আইন আনার কয়েকদিন পরেই এই পদক্ষেপ গ্রহণ করল জম্মু-কাশ্মীর প্রশাসন।

Advertisment

আরও পড়ুন: ‘জনপ্রিয়তায় আমিই শীর্ষে, মোদী ২ নম্বরে’, দাবি ট্রাম্পের

প্রসঙ্গত, লোকসভার সাংসদ ফারুক আবদুল্লার বিরুদ্ধেও পিএসএ-র অধীনে মামলা করা হয়েছে। গত ৫ই অগাস্ট উপত্যকায় ৩৭০ ধারা রদ করে কেন্দ্র। বিরোধিতায় সরব হয় কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। তারপরই ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করা হয়। বলা হয় জন সুরক্ষা আইনে তাদের গ্রেফতার করেছে প্রশাসন। পরে একই ধারায় আটক করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাকে।

আরও পড়ুন: পোশাক খুলে ঋতুস্রাবের পরীক্ষা দিতে হল ছাত্রীদের, আটক অধ্যক্ষ

উল্লেখ্য, এই আইনের অধীনে, কোনও ব্যক্তিকে "রাষ্ট্রের সুরক্ষা বা জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণের" ক্ষতিসাধন করে এমন কাজ করা থেকে বিরত রাখতেই তাঁদের হেফাজতে রাখা হয়। শাহ ফয়জল রাজনৈতিক দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করায় ৩৭০ ধারা বাতিলের সপ্তাহখানেকের মধ্যেই গত বছরের ১৪ আগস্ট দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। পিএসএ আইনের অধীনে আদালতের কোনও শুনানি ছাড়াই টানা তিন মাস আটক করে রাখা যাবে শাহ ফয়জলকে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Article 370 jammu and kashmir
Advertisment