/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/mehbooba-759.jpg)
মেহবুবা মুফতি।
দীর্ঘদিন পর অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেলেন মেহবুবা মুফতি। প্রায় ১৪ মাস পর জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা পিডিপি নেত্রীকে মুক্ত করা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল।
উল্লেখ্য়, গত বছর ৫ অগাস্ট উপত্য়কায় ৩৭০ ধারা রদের সময় থেকে বন্দি করা হয়েছিল মেহবুবা মুফতি-সহ একাধিক রাজনৈতিক ব্য়ক্তিকে। পরে, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা-সহ কয়েকজনকে মুক্ত করা হলেও বন্দিই ছিলেন মেহবুবা। প্রায় ১ বছরেরও বেশি সময় পর অবশেষে মুক্ত করা হল মেহবুবাকে। জন নিরাপত্তা আইনে বন্দি করে রাখা হয়েছিল পিডিপি নেত্রীকে।
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল করার সময় থেকে জম্মু-কাশ্মীরের রাজনীতিকদের বন্দি করে রাখা নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। কিছুদিন আগে জম্মু-কাশ্মীর প্রশাসন ও কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, মেহবুবাকে আর কতদিন এভাবে বন্দি করে রাখা হবে।
বেআইনি ভাবে তাঁর মাকে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন মেহেবুবা-কন্যা ইলতিজা। আদালতের সামনে মেহবুবাকে পেশ করে যাতে তাঁর বন্দিদশা নিয়ে বিচার শুরু করা যায় তার জন্য শীর্ষ আদালতে হেবিয়াস কর্পাস আবেদন জমা দিয়েছিলেন ইলতিজা।
As Ms Mufti’s illegal detention finally comes to an end, Id like to thank everybody who supported me in these tough times. I owe a debt of gratitude to you all. This is Iltija signing off. فی امان اﷲ May allah protect you
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 13, 2020
মুক্তির পর এদিন মায়ের টুইটার অ্য়াকাউন্ট থেকে ইলতিজা লেখেন, ''মেহবুবা মুফতির বেআইনি বন্দিদশার মেয়াদ শেষ হল। এই কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্য়বাদ জানাই। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ...''।
I’m pleased to hear that @MehboobaMufti Sahiba has been released after more than a year in detention. Her continued detention was a travesty & was against the basic tenets of democracy. Welcome out Mehbooba.
— Omar Abdullah (@OmarAbdullah) October 13, 2020
মেহবুবার মুক্তি প্রসঙ্গে ওমর আবদুল্লার টুইট, ''১ বছরের বেশি বন্দিদশার পর মেহবুবা মুফতিকে ছাড়া হচ্ছে, এটা শুনে বেশ ভাল লাগছে। তাঁকে এভাবে আটকে রাখা গণতন্ত্রের বিরুদ্ধে। মেহবুবাকে স্বাগত জানাই''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন