প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিল সে দেশের আদালত। পানামা পেপার্স কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে এই জেলবাসের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। লন্ডনের পশ এলাকা অ্যাভেনফিল্ড হাউসে চারটি ফ্ল্যাটের মালিকানা ঘিরে শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এর আগে চারবার এই মামলার রায়দান পর্ব পিছিয়ে দেওয়া হয়েছিল।
আগামী ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার কয়েক সপ্তাহ আগেই এই রায় দিল বিশেষ আদালত। শুক্রবার বিচারপতি মহম্মদ বশির রুদ্ধদ্বার বিচারকক্ষে শরিফের জেলবাসের আদেশ দেন।
প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে শুধু ১০ বছরের কারাদণ্ডই নয়, ১০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর মেয়ে মরিয়মের জরিমানার পরিমাণ ২.৬ মিলিয়ন ডলার। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনি কার্যবিধি পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন, Panama Papers: আবার পানামা পেপার্স
৬৮ বছর বয়সী নওয়াজ শরিফ এখন লন্ডনে। তাঁর স্ত্রী কুলসুম নওয়াজের গলার ক্যানসার ধরা পড়েছে গতবছর। কুলসুমকে দেখতেই লন্ডনে গেছেন শরিফ।
আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণ নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তিনদফার পাক প্রধানমন্ত্রী শরিফ গত বছর পদত্যাগ করতে বাধ্য হন। পাকিস্তানের শীর্ষ আদালত তাঁর উপর সরকারি পদে আসীন থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। শীর্ষ আদালতের নির্দেশক্রমেই তাঁর এবং তাঁর ছেলেমেয়র বিরুদ্ধে পানামা পেপার্স কেলেঙ্কারিজনিত দুর্নীতি মামলা দায়ের হয়েছিল।