scorecardresearch

ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়, চলছে ফুসফুসে সংক্রমণের চিকিৎসা

মঙ্গলবারের তুলনায় তাঁর মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয়েছে।

Pranab Mukherjee
প্রণব মুখোপাধ্যায়

ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তার মধ্যেই বুধবার সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে যে প্রণববাবুর রেনাল প্যারামিটারে কিছু বদল লক্ষ্য করা গিয়েছে। গতকাল থেকেই এই রেনাল প্যারামিটারে সামান্য বদল হয়েছে।

এক বিবৃতিতে সেনা হাসপাতাল জানিয়েছে, ‘ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতির চিকিৎসা চলছে। কিন্তু মঙ্গলবারের তুলনায় তাঁর মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয়েছে। পাশাপাশি এখনও গভীর কোমায় আছেন প্রণববাবু। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।’

গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক। তারপর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি।

কার্যত ১৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Former president pranab mukherjee health condition lung infection renal parameters deranged