প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অবস্থা সংকটজনক

গত ৯ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে জেটলিকে এইমসে ভর্তি করা হয়। ১০ অগাস্টের পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আর কোনও বুলেটিন প্রকাশ করেন নি হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৯ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে জেটলিকে এইমসে ভর্তি করা হয়। ১০ অগাস্টের পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আর কোনও বুলেটিন প্রকাশ করেন নি হাসপাতাল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Arun Jaitley’s condition critical, অরুণ জেটলির অবস্থা সংকটজনক, সংকটজনক জেটলি, সংকটজনক অরুণ জেটলি, Arun Jaitley, অরুণ জেটলি, Former Union finance minister, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, jaitley, জেটলি, Arun Jaitley news, অরুণ জেটলির খবর, Arun Jaitley latest news, অরুণ জেটলির লেটেস্ট খবর

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা সংকটজনক। নয়া দিল্লির এইমস হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন জেটলি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, গত ৯ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে জেটলিকে এইমসে ভর্তি করা হয়। ১০ অগাস্টের পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আর কোনও বুলেটিন প্রকাশ করেন নি হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisment

গত শনিবার জেটলিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান যে, জেটলি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। নাইডু বলেন, "প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।"

আরও পড়ুন: ‘মুখ খুললে খারাপ হবে বলে হুমকি দেওয়া হচ্ছে’, অমিত শাহকে চিঠি লিখলেন মেহবুবা মুফতির মেয়ে

শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ জেটলিকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর এক ঘণ্টা পর হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে।

Advertisment

আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অরুণ জেটলি, দেখতে গেলেন মোদী-শাহ

উল্লেখ্য, এর আগে গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির। সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রকের দায়িত্ব নেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেন নি জেটলি। তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। শারীরিক অসুস্থতার জেরেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। মন্ত্রীত্ব থেকেই অব্যাহতি নেন তিনি।

Read the full story in English

national news