প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইউপিএ জমানায় ১১১টি এয়ার ইন্ডিয়ার বিমান কেনার সময়ে টাকা নয়ছয়ের অভিযোগের তদন্তের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
ইডি-র তরফ থেকে জানানো হয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রীকে তাঁর বয়ান লিপিবদ্ধ করার জন্য ২৩ অগাস্ট তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন, উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার মামলায় আরও দু সপ্তাহ সময় সিবিআই-কে
জাতীয় বিমান সংস্থার কোটি কোটি টাকার লোকসানের সঙ্গে এই মামলা যুক্ত। শুধু তাই নয়, একই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থার জন্য স্লট নির্বাচনে বেনিয়মের অভিযোগও।
প্রাক্তন বিমান মন্ত্রী প্রফুল্ল প্যাটেলকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বোঝাই যাচ্ছে এখন সংস্থা চাইছে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করে আরও নতুন সূত্র পেতে।
এই কেলেংকারি ছাড়াও চিদাম্বরমের বিরুদ্ধে এয়ারসেল মাক্সিস ও আইএনএক্স মিডিয়ায় অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে।
Read the Full Story in English