Former Union Minister George Fernandes Passes Away: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৩০ সালে কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন ফার্নান্ডেজ। ১৯৭৭ সালে বিহারের মুজফফরপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। এরপর কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান ফার্নান্ডেজ। ১৯৮৯-৯০ সালে ভি পি সিং সরকারের রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন ফার্নান্ডেজ। কোঙ্কণ রেল প্রকল্প রূপায়ণের পিছনে প্রভূত অবদান রয়েছে তাঁর।
আরও পড়ুন, জর্জ ফার্নান্ডেজ: জরুরি অবস্থার বিরুদ্ধে যুদ্ধের পোস্টার বয়
১৯৯৪ সালে ফার্নান্ডেজেক হাতে তৈরি হয় সমতা পার্টি। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে হাত মেলায় ওই দল। পরে এনডিএ-র আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ফার্নান্ডেজ। কার্গিল যুদ্ধের মতো স্পর্শকাতর সময় দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি।
আরও পড়ুন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যুগের অবসান
George Sahab represented the best of India’s political leadership.
Frank and fearless, forthright and farsighted, he made a valuable contribution to our country. He was among the most effective voices for the rights of the poor and marginalised.
Saddened by his passing away.
— Narendra Modi (@narendramodi) January 29, 2019
দেশের প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Very saddened at the passing away of former Defence Minister and much admired trade unionist, George Fernandes Ji. I have known him for decades. My condolences to his family and admirers
— Mamata Banerjee (@MamataOfficial) January 29, 2019
ফার্নান্ডেজের প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Union Minister Nitin Gadkari on #GeorgeFernandes: I offer condolences at his passing away. He committed his life to the country. He fought for justice for trade unions. I considered him an icon. pic.twitter.com/gf42Kxg1Yj
— ANI (@ANI) January 29, 2019
ফার্নান্ডেজকে ‘আইকন’ হিসেব মানেন নিতিন গড়কারি।
Rajnath Singh: #GeorgeFernandes ji served the nation in several capacities &held key portfolios like Defence&Railways at different times. He led many labour movements&fought against the injustice towards them. His tenure as Def Minister was outstanding.May his soul rest in peace. pic.twitter.com/ucM9S6rrpH
— ANI (@ANI) January 29, 2019
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উনি দারুণ কাজ করেছিলেন, মন্তব্য রাজনাথ সিংয়ের।
#GeorgeFernandes Deeply saddened on his demise. My association with him was for more than four decades. He was a role model for me. He always fought for d welfare of labour class & under privileged classes. His contribution in Indian politics & Parliament will never be forgotten.
— SHARAD YADAV (@SharadYadavMP) January 29, 2019
‘‘উনি আমার রোল মডেল ছিলেন’’, বললেন শরদ যাদব।
He was the creator of #Konkan #Railways as Railway minister - when all others in #Finance and other Ministries opposed it, he single handedly did it, picked up Mr. Sridharan, created separate corporation to execute it, raised bonds by public meetings #GeorgeFernandes
— Suresh Prabhu (@sureshpprabhu) January 29, 2019
কোঙ্কন রেলওয়ের স্রষ্টা উনি, মন্তব্য সুরেশ প্রভুর।
Extremely saddened to hear about the demise of socialist leader, fighter & former Defence Minister Shri. #GeorgeFernandes Sahab.
I extend my deep condolences to his family and May God rest his soul in peace. We will miss him
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) January 29, 2019
জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন লালুপ্রসাদ যাদব।
Read the full story in English