প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ

সোমবার কর্ণাটকের মেঙ্গালুরুতে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ।

সোমবার কর্ণাটকের মেঙ্গালুরুতে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Union minister nad congress leader Oscar Fernandes passes away

প্রয়াত অস্কার ফার্নান্ডেজ

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার কর্নাটকের মেঙ্গালুরুতে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ।

Advertisment

ইউপিএ সরকারের আমলে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন অস্কার ফার্নান্ডেজ। চলতি বছরের জুলাইয়ে নিজের বাড়িতে যোগব্যায়াম করতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের হয় তাঁর। ভর্তি ছিলেন আইসিইউতে। শেষ পর্যন্ত এ দিন শেষ নিশ্বাস ত্যাগ করলেন ফার্নান্ডেজ।

সনিয়া ও রাহুল গান্ধী ঘনিষ্ঠ নেতা হিসাবেই অস্কার ফার্নান্ডেজ পরিচিত ছিলেন। ১৯৮০ সালে কর্নাটকের উদুপি আসন থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। একই আসন থেকে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালে পুনরায় লোকসভায় সদস্য হন কংগ্রেস অন্ত প্রাণ এই নেতা। ১৯৯৮ ও ২০০৪ -এ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ফার্নান্ডেজ।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কংগ্রেস। দলের আরেক বর্ষীয়ান নেতা বীরাপ্পা মইলি ফার্নান্ডের শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। বলেছেন, 'ব্যক্তিগত বন্ধুকে হারালাম। দেশ এক মহান নেতাকে হারাল। আর দল এই অনুগত নেতার অভাব বোধ করবে। যেকোনও সংকটে কংগ্রেস তাঁর মূল্যবান মতামতকে গুরুত্ব দিত। আমরা দু'জনে জেলাস্তর থেকে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের হয়ে একসঙ্গে কাজ করেছি।'

Advertisment

শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, দলের প্রাক্তন সাধারণ সম্পাদক বি কে হরিপ্রসাদ।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS India