দিন তিনেক আগেই ঘোষিত হয়েছে ভোটের ফলাফল। বুথ ফেরত সমীক্ষার আভাস ফলে গিয়েছে অক্ষরে অক্ষরে। তবে উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীকে হারিয়ে অপ্রত্যাশিত জয় পেয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। আর তার পরেই এল দুঃসংবাদ। পিটিআই সূত্রে স্মৃতির হয়ে প্রচার চালানো নেতা সুরেন্দ্র সিং খুন হয়েছেন শনিবার রাতে।
খুনের ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। 'রাজনৈতিক হত্যা'র সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ বারাউলিয়া গ্রামের প্রাক্তন গ্রাম প্রধান সুরেন্দ্র সিং (৫০) গুলিবিদ্ধ হন, জানিয়েছেন অতিরিক্ত এসপি দয়ারাম। লখনউএর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন, কী করে এই নয়া “পরিবর্তন” আনল বিজেপি
নির্বাচনী প্রচার চলাকালীন শিরনামে এসেছিল বারাউলিয়া। এই গ্রামে রাহুলের হয়ে প্রচার করতে এসে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন তাঁকে অপমান করার জন্য স্মৃতি ইরানি গ্রামবাসীদের মধ্যে জুতো বিলি করেছেন।
প্রসঙ্গত, দু'দশক পরে আমেঠি হাতছাড়া হল কংগ্রেসদের।
সুরেন্দ্র সিং-এর হত্যা প্রসঙ্গে বিজেপির এক নেতা উচ্চস্তরের তদন্তের দাবি করে বলেছেন, "সুরেন্দ্র সিং একজন খুবই জনপ্রিয় তৃণমূল স্তরের বিজেপি নেতা ছিলেন এবং সাংসদ স্মৃতি ইরানির খুব ঘনিষ্ঠ ছিলেন"।
"রাজনৈতিক হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমরা। সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতা থেকেও এমনটা হয়ে থাকতে পারে", জানালেন স্থানীয় থানার এসপি।
Read the full story in English