Advertisment

পাঞ্জাবে সেনাছাউনিতে ভয়ঙ্কর হামলা! নির্বিচারে গুলি, মৃত্যু চার জওয়ানের

ভোর ৪.৩৫ মিনিটে গুলি চালানোর ঘটনা ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
Terrorist who killed Kashmiri Pandit in Pulwana shot dead in encounter: J&K Police

ভোর ৪.৩৫ মিনিটে গুলি চালানোর ঘটনা ঘটে।

সাত সকালে ভাতিণ্ডার সেনা ঘাঁটিতে চলল নির্বিচারে গুলি। এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে চার সেনার মৃত্যু হয়েছে। স্টেশনে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে এই নারকীয় হত্যা তার কারণ এখনও জানা যায়নি। এরপর পুরো এলাকা সিল করে দিয়েছে সেনাবাহিনী। চলছে তল্লাশি অভিযান। পাঞ্জাবের এসএসপি এই ঘটনায় সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন।

Advertisment

তথ্য অনুসারে, পাঞ্জাবের ভাতিণ্ডার সেনা ঘাঁটিতে ভোর ৪.৩৫ মিনিটে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই সেনা ঘাঁটির চারপাশে কুইক রিঅ্যাকশন টিম তল্লাশি চালাচ্ছে। পুরো এলাকাটি কর্ডন করে সিল করে দেওয়া হয়েছে এবং ক্যান্টনমেন্ট এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তল্লাশি অভিযান চলছে। এ ঘটনায় চার সেনার মৃত্যু হয়েছে বলেই খবর। কয়েকদিন আগে ইউনিটের গার্ড রুম থেকে একটি ইনসাস অ্যাসল্ট রাইফেল নিখোঁজ হয়। এই ঘটনার সঙ্গে সেদিনের সেই ঘটনার যোগসূত্র রয়েছে বলেই মনে করছেন আধিকারিকরা।

সেনার দক্ষিণ-পশ্চিম কম্যান্ডের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে ভাতিণ্ডার সেনা ঘাঁটিতে নির্বিচারে গুলি চালনার ঘটনার জেরে চার সেনার মৃত্যু হয়েছে। ভোর ৪.৩৫ মিনিটে দ্রুত গুলি চালানোর ঘটনার পরপরই, সামরিক স্টেশনের চারপাশ ঘিরে নেয় কুইক রিঅ্যাকশন টিমের জওয়ানরা। পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং কাউকে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তল্লাশি অভিযান চলছে।

fire
Advertisment