/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_4206c7.jpg)
রাজস্থানের আজমিরে ভয়ঙ্কর দুর্ঘটনা।
বড়সড় ট্রেন দুর্ঘটনা, সবরমতি-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত।
রাজস্থানের আজমিরে ভয়ঙ্কর দুর্ঘটনা। সবরমতি-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে আহত হয়েছেন বহু যাত্রী। গতকাল রাত ১টা নাগাদ রাজস্থানের আজমিরের মাদার রেলওয়ে স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্ব ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সবরমতি-আগ্রা ক্যান্ট সুপারফাস্ট এক্সপ্রেস সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হয় ট্রেনের ৪টি বগি।
সবরমতী-আগ্রা ক্যান্ট সুপারফাস্ট এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় বহু যাত্রী আহত হয়েছেন। লোকো পাইলট ট্রেন থামানোর জন্য জরুরি ব্রেকও কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলের কর্মীরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও দুর্ঘটনায় কারুর মৃত্যুর খবর মেলেনি।
দুর্ঘটনার বিষয়ে যাত্রীরা বলছেন, ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দুর্ঘটনায় জেরে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। রেলের তরফে জানানো হয়েছে গতকাল রাত ১টা ৪ নাগাদ সবরমতি-আগ্রা ক্যান্ট সুপারফাস্ট এক্সপ্রেস আজমিরের কাছে লাইনচ্যুত হয়। ইঞ্জিন ও চারটি সাধারন বগি লাইনচ্যুত হয়। যদিও এই দুর্ঘটনায় প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।