রাজস্থানের জয়পুরে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত চার ব্যক্তিকে মৃত্যুদন্ডে দণ্ডিত করল জয়পুরের বিশেষ আদালত। ২০০৮ সালের এই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল ৭১ জনের। আহত হয়েছিল ১৮৫ জনেরও বেশি মানুষ। দুদিন আগে এই চার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। বেকসুর খালাস পান এক।
আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডে সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার মহম্মদ সইফ ওরফে ক্যারিওন (৩২), মহম্মদ সরভর ওরফে রাজহংস যাদব (৩৬), সইফুর রহমন (৩৬) এবং সলমন (৩৪) নামের চার ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেন বিচারক অজয় কুমার শর্মা। ১১ বছর আগে ১৩ মে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই 'গোলাপি শহর' জয়পুরকে কেন্দ্র করে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। দিনটি ছিল মঙ্গলবার। হনুমান মন্দিরে যখন পুজো দিতে ব্যস্ত ছিলেন সকলে, সেই সময় পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা জয়পুর।
জয়পুরের ত্রিপলিয়া বাজার, মানস চক, হনুমান মন্দির, চটি চৌপল জেহেরি বাজার-সহ বিভিন্ন এলাকায় সকাল ৭টা ২৫ মিনিট থেকে চলে লাগাতার বিস্ফোরণ। তদন্তকারীরা জানিয়েছিলেন, সাইকেলের মধ্যে আরডিএক্স বেঁধে পরপর বিস্ফোরণ ঘটিয়েছিল দুষ্কৃতীরা।
Read the full story in English