Advertisment

মসজিদে ঢুকে হনুমান চালিশা পাঠ, সম্প্রীতি গড়তে গিয়ে পুলিশের জালে চার যুবক

আগ্রায় তিনটি মসজিদের দরজায় গেরুয়া রং করে দিয়ে গেল দুষ্কৃতীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উত্তরপ্রদেশে ফের ধর্মীয় উত্তেজনা। মথুরায় ইদগাতে হনুমান চালিশা পাঠ করার অভিযোগ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সৌরভ লাম্বারদর, কানহা, রাঘব এবং কৃষ্ণ ঠাকুর নামে চার যুবককে মথুরার মসজিদে ঢুকে হনুমান চালিশা পাঠ করার অভিযোগে আটক করা হয়। জানা গিয়েছে, নন্দ বাবা মন্দিরে খোদাই খিদমতগার সংগঠনের ফয়জল খান নমাজ পড়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পরই পাল্টা এই কাজ করেছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।

Advertisment

মথুরার পুলিশ সুপার শিরীশ চন্দ্র জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মারফত জানা যায়, কয়েক জন যুবক গোবর্ধন এলাকায় ইদগাতে ঢুকে হনুমান চালিশা পাঠ করেছে। কিন্তু তাঁদের দাবি, শান্তি সম্প্রীতি তৈরির লক্ষ্যেই এই কাজ করেছে তাঁরা। কিন্তু বিষয়টি উচিত হয়নি। তাঁদের আটক করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযুক্তদের দাবি, তাঁরা কোনও ধর্মীয় সংগঠনের সদস্য নয়। তাঁরা নন্দ বাবা মন্দিরে ফয়জল খানের নমাজ পাঠ থেকে উদ্বুদ্ধ হয়েই নাকি এই মসজিদে এসে হনুমান চালিশা পাঠ করে।

আরও পড়ুন মথুরায় মন্দিরে নমাজ, চারজনের বিরুদ্ধে FIR যোগীর পুলিশের

এদিকে, আগ্রায় তিনটি মসজিদের দরজায় স্প্রে পেন্ট করে দিয়ে গেল দুষ্কৃতীরা। আগ্রার এসএসপি বাবলু কুমার জানিয়েছেন, ঘটনায় এফআইআৎ দায়ের হয়েছে। দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা মসজিদগুলিতে স্প্রে পেন্ট হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। মসজিদের গেটে গেরুয়া রং করে দেওয়া হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Hanuman Chalisha mathura
Advertisment