জঙ্গি দমনে উপত্য়কায় সাফল্য় মিলল। কুলগাম ও পুলওয়ামা জেলায় দুই পৃথক এনকাউন্টারে ৪ জঙ্গি নিহত হয়েছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
কুলগামের চিনগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহত ২ জঙ্গির সঙ্গে জইশ-এ-মহম্মদের সংযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। তারপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেসময়ই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই বাধে। জানা গিয়েছে, নিহত জঙ্গিরা হল কুলগামের বাসিন্দা তারিক আহমেদ মীর ও এক পাক নাগরিক সমীর ভাই ওরফে উসমান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেলেনি, ভাঙা বাড়িতেই দিন কাটছে একাধিক পরিবারের
অন্য়দিকে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দাদোরা এলাকায় আরেকটি এনকাউন্টারে আরও ২ জঙ্গির মৃত্য়ু হয়েছে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করতেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই বাধে। এনকাউন্টারের ঘটনাস্থল থেকে ২টি একে রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন