শনিবার ভোর রাতে জঙ্গির অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা। এদিন রাতে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করছিল চার জঙ্গী। তাদেরকে রুখতে ভারতীয় সেনার তরফ থেকে শুরু হয় গুলি বর্ষণ। সেনাসূত্রে জানানো হয়েছে ভারতীয় সেনা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হন চার জঙ্গী।
উত্তর কাশ্মীর সীমান্তবর্তী টাঙ্গাধর এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর পাক সীমান্তে এখনও চলছে গুলির বর্ষণ।
প্রসঙ্গত গত ১৪ই জুন, কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ৫ জঙ্গির অনুপ্রবেশের খবর এসেছিল। ঘটনার পর জম্মু জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছিল। সূত্রের খবর, বব্বিয়ান এলাকার দিয়ে অনুপ্রবেশ করে কাঠুয়া জেলায় ছড়িয়ে পরে তারা।
গত বুধবার জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে রাত-ভোর চলে গুলির লড়াই। রাতভোর শেলিংয়ে মৃত্যু হয় চার স্থানীয় বাসিন্দার এবং আহত হন ৩ বিএসএফ সহ কম বেশি ৩০ জন সাধারণ মানুষ।