খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় কানাডায় গ্রেফতার আরও এক ভারতীয়। এই নিয়ে নিজ্জর হত্যা মামলায় মোট চারজন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। সেদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে চতুর্থ অভিযুক্তের নাম আমনদীপ সিং (২২)। অস্ত্র রাখার অভিযোগে এই মামলায় আগে থেকেই পুলিশ হেফাজতে ছিল আমনদীপ। এখন তাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ নিজ্জার হত্যায় জড়িত থাকার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।
খালিস্তানি সন্ত্রাসবাদী নিজ্জার হত্যাকাণ্ডে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবস্থানের কারণে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে । এ বিষয়ে ভারতের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো।
আমনদীপ সিংয়ের আগে, কানাডা পুলিশ খালিস্তানি সন্ত্রাসী নিজ্জার হত্যা মামলায় করণ ব্রার, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিংকে গ্রেফতার করে। এখন আমনদীপ সিংকে ফার্স্ট ডিগ্রী খুন এবং নিজ্জারকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার গত বছরের জুনে সারেতে খুন হন। এর পরই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো এক চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি বলেন, এই হত্যায় ভারতের জড়িত থাকার প্রমাণ হাতে এসেছে কানাডার। যদিও ভারত সেই সকল অভিযোগকে অস্বীকার করে।