scorecardresearch

আজহার ইস্যুতে ভারতের পাশে ফ্রান্স, পুলওয়ামা ‘ভয়াবহ’, মন্তব্য ট্রাম্পের

রাষ্ট্রসংঘে ‘বিশ্ব সন্ত্রাসী’-র তালিকায় জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ফ্রান্স। অন্যদিকে, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Masood Azhar
মাসুদ আজহার। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করতে এবার ভারতের পাশে দাঁড়ালো ফ্রান্স। মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করে মাসুদ আজহার ইস্যুতে তাঁদের অবস্থান স্পষ্ট করেন ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ফিলিপ এতিয়েঁ। রাষ্ট্রসংঘে ‘বিশ্ব সন্ত্রাসী’-র তালিকায় জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ফ্রান্স। একইসঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পর্ষদে(ইউএনএসসি) এ ইস্যু উত্থাপন করতে অঙ্গীকার করেছে ফ্রান্স সরকার।

শুধু তারাই নয়, মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করতে পারে আরও কয়েকটি দেশ, এমনটাই মঙ্গলবার ফ্রান্সের তরফে জানানো হয়েছে। কূটনৈতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পি-৫ দেশগুলি ছাড়াও মাসুদ আজহার ইস্যুতে পাশে পেতে ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা চালাচ্ছে নয়া দিল্লি।

আরও পড়ুন, পাক প্রধানমন্ত্রী ইমরানের কথায় অবাক নয় দিল্লি

যদিও এ ইস্যুতে ভারতের পাশে নেই প্রতিবেশরাষ্ট্র চিন। পাশাপাশি, মঙ্গলবার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যৌথ বিবৃতি দিয়ে আজহার ইস্যুতে ভারত ‘রাজনীতি করছে’ বলে তোপ দেগেছে সৌদি আরব।

অন্যদিকে, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘‘এটা ভয়াবহ ঘটনা। আমরা অনেক খবরাখবর পাচ্ছি। বিস্তারিত জেনে সঠিক সময়ে আরও প্রতিক্রিয়া দেব’’ একইসঙ্গে ভারত-পাক সম্পর্ক নিয়ে ট্রাম্প আরও বলেছেন, ‘‘ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক হলে, দারুণ হবে।’’ ভারতের পাশে দাঁড়িয়ে ডেপুটি স্পোকসপার্সন রবার্ট পালাদিনো বলেছেন, ১৪ ফেব্রুয়ারির হামলায় জড়িতদের শাস্তি দিক পাকিস্তান।

আরও পড়ুন, মাসুদ আজহার ইস্যুতে ভারত নয়, পাকিস্তানের পাশেই সৌদি আরব

এদিকে, পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাক যোগ অস্বীকার করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক ভিডিও বার্তায় পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হামলা করে পাকিস্তানের কী লাভ? প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত।’’ যদিও ভারতীয় সেনার তরফে গতকাল দাবি করা হয়, ‘‘পুলওয়ামার হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানই। পাক সেনা ও আইএসআই এতে জড়িত।’’

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: France to move un to blacklist jaish chief masood azhar pulwama attack us president donald trump