Advertisment

ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে নিহত ৩ সিআরপিএফ জওয়ান, আহত ১

জানা যাচ্ছে, বুধবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের ১৮৭ ব্যাটেলিয়নের চার জওয়ান। প্রাথমিক বচসা থেকে ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।

author-image
IE Bangla Web Desk
New Update
CRPF in West Bengal

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত নিজেকেও গুলি করেছে।

ভ্রাতৃঘাতী কোন্দলে জেরে নিহত হলেন ৩ সিআরপিএফ জওয়ান, গুরুতর আহত ১ জন। বুধবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের বেত্তাল বালিয়া সিআরপিএফ ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। নিহত জওয়ানরা হলেন- রাজস্থানের ঝুনঝুনুর পোকারমল, দিল্লির মৌজপুরের যোগেন্দ্র শর্মা, হরিয়ানার রেওয়ারির উমিদ সিং। এছাড়া, কনস্টেবল অজিত কুমার এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি।

Advertisment

জানা যাচ্ছে, বুধবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের ১৮৭ ব্যাটেলিয়নের চার জওয়ান। প্রাথমিক বচসা থেকে ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এরপরই গুলি চালনার ঘটানাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত নিজেকেও গুলি করেছে।

আরও পড়ুন- নেই বৈধ পাসপোর্ট, পাঁচ বছরের জেল পাকিস্তানি মহিলার

১৮৭ নম্বর ব্যাটেলিয়নের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখনও জানা যায়নি। ঠিক কে প্রথম গুলি চালনা শুরু করে, তা এখনও পর্যন্ত অজানা। উধমপুরের এসএসপি রাজীব পাণ্ডে-সহ সিআরপিএফ এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Read the full story in English

jammu and kashmir CRPF
Advertisment