দেশজুড়ে ফের কোভিড সংক্রমণের রমরমা। কিন্তু, করোনা সতর্কতামূলক টিকা নিতে এখনও অনিহায় বহু মানুষ। এসবের মধ্যেই কোভিড প্রতিষেধক টিকা বা বুস্টার ডোজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১৫ জুলাই থেকে ১৮ উর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রি অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের সকলকেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যেই এই বিনামূল্যে বুস্টার ডোজের সিদ্ধান্ত হয়েছে। সরকারি সব কেন্দ্রেই মিলবে এই প্রতিষেধক।
চলতি বছর মার্চ থেকেই দেশব্যাপী করোনার প্রতিষেধক ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে, এতদিন ষাটোর্ধ্বরাই বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ নিতে পারতেন। ষাটের কমবয়সীদের অর্থের বিনিময়ে বুস্টার ডোজ নিতে হত।
মনে করা হচ্ছিল যে, নিয়মের জেরেই দেশজুড়ে বুস্টার ডোজ নেওয়ায় অনিহা তৈরি হয়েছিল। এদিকে রক্তচক্ষু সংক্রমণের। এই অবস্থায় বুস্টার ডোজ খুবই গুরুত্বপূর্ণ। ফলে মহামারী ঠেকাতে এবার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার ডোজ বিনামূল্যে করে দিল কেন্দ্রীয় সরকার।
এ দিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, ভারতের কোভিড-১৯ টিকার প্রয়োগ ১৯৯.১২ কোটি ছাড়িয়ে গিয়েছে।