ইজরায়েল হামাস যুদ্ধে ইজরায়েলি সেনাবাহিনী যে কোন সময় গাজা উপত্যকায় প্রবেশ করে হামাসের ওপর বড় ধরনের হামলা চালাতে পারে। এদিকে, ভয়ঙ্কর এই যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস ইজরাইল ও হামাসের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুটি বিশেষ আবেদন করেছেন। প্রথমটিতে হামাসকে কোন শর্ত ছাড়াই ইজরায়েলি বন্দিদের মুক্তি দিতে বলা হয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ গাজার জনগণের জন্য সবচেয়ে সংকটে পড়েছে। গাজায় ক্রমাগত রকেট হামলা চালাচ্ছে ইজরাইল। যে কোন সময় ইজরায়েলি সেনাবাহিনী গাজায় ঢুকে বড় ধরনের হামলা চালাতে পারে। এদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস ইজরাইল ও হামাসের কাছে মানবিক সংকট মোকাবিলায় বিশেষ আবেদন জানিয়েছেন।
রবিবার এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, "যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, রাষ্ট্রসংঘের মহাসচিব হিসেবে এই দুটি শক্তিশালী মানবিক আবেদন করা আমার কর্তব্য।" তিনি বলেন এই প্রতিটি উদ্দেশ্যই বৈধ। এটা যেন দর কষাকষিতে পরিণত না হয়"। তিনি একই সঙ্গে হামাসের হাতে বন্দী ইজরায়েলি নাগরিকদের মুক্তির পাশাপাশি গাজায় খাদ্য, জ্বালানি, চিকিৎসা সামগ্রী, প্রয়োজনীয় সরঞ্জাম যাতে নিরাপদে পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি ইজরায়েলের কাছে আবেদন করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন- যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনবে
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও হামাসকে ইজরায়েলের সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইজরায়েল এবং ইসলামিক গোষ্ঠীর মধ্যে যুদ্ধ কেবল ধ্বংস এবং সন্ত্রাস নিয়ে আসবে। ডব্লিউএইচও প্রধান আরও বলেছেন যে তিনি ইজরায়েলি হামলায় গভীরভাবে উদ্বিগ্ন, যার মূল্য দিতে হচ্ছে নিরীহ প্যালেস্তানি সাধারণ নাগরিক ও শিশুদের।
গুতেরেস জানিয়েছে, মিশর, জর্ডান, পশ্চিম তীর এবং ইজরায়েলে রাষ্ট্রসংঘের খাদ্য, জল , চিকিৎসা সরবরাহ এবং জ্বালানীর মজুদ রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই এসব পণ্য গাজা উপত্যকায় পাঠানো হবে।