হামাসের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সাধারণ নাগরিকদের উপর হামলা বন্ধ করার জন্য ইজরায়েলকে অনুরোধ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এবার তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
ফরাসি প্রেসিডেন্টের অনুরোধের পালটা জবাব দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজার মৃত্যুর জন্য হামাস দায়ী, ইজরায়েল নয়। পুরো বিশ্বের উচিত হামাস এবং আইএসআইএস-এর নিন্দা করা। তিনি আরও বলেন যে ইজরায়েল গাজার সাধারণ নাগরিকের ক্ষতি এড়াতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে, অন্যদিকে হামাস তাদের নিরাপদ এলাকায় যেতে বাধা দেওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে। টাইমস ইজরায়েলকে এমনটাই জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, 'যদিও ইসরায়েল গাজার সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানোর জন্য সবকিছু করছে। এমনকি যুদ্ধে তাদের উত্তর গাজা ছেড়ে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছে। হামাস-আইএসআইএস তাদের নিরাপদ এলাকায় যেতে বাধা দিচ্ছে। যুদ্ধে তাদের ঢাল হিসাবে ব্যবহার করছে হামাস। ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘হামাস আমাদের মহিলা শিশু ও বৃদ্ধদের বন্দি করে রেখেছে। এবং স্কুল, মসজিদ ও হাসপাতালকে জঙ্গি ঘাঁটিতে রাতারাতি বদলে ফেলা হয়েছে’। তিনি আরও বলেন, আজ হামাস গাজায় অপরাধ করছে, আগামীকাল অন্য দেশেও এ ধরনের হামলা ছড়িয়ে পড়বে ।
বেঞ্জামিন নেতানিয়াহু আরও বলেছেন যে ‘হামাস-আইএসআইএস আজ গাজায় যে অপরাধ করছে তা আগামীকাল প্যারিস, নিউইয়র্ক এবং বিশ্বের সর্বত্র সংঘটিত হবে। বিশ্ব নেতাদের উচিত হামাস-আইএসআইএস-এর বর্বরতার বিরুদ্ধে সরব হওয়া। ইজরায়েলের আক্রমণ নিয়ে কোন মন্তব্য না করা শ্রেয়’।
এদিকে, আইডিএফ জানিয়েছে যুদ্ধে এখন পর্যন্ত হামাসের প্রায় ১৫০ জঙ্গিকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, বহু গোপন সুড়ঙ্গ ও লঞ্চ স্টেশন ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করবে। শুক্রবার তেল আবিবে আইডিএফ সদর দফতরে গাজা সীমান্তবর্তী শহরগুলোর মেয়রদের উদ্দেশে তিনি এ কথা বলেন। নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকা নিয়ন্ত্রণে ইজরায়েল আন্তর্জাতিক বাহিনীর ওপর নির্ভর করবে না। তবে, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ দীর্ঘ সময়ের জন্য নাকি স্বল্প সময়ের জন্য থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধানমন্ত্রী।