ফের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক হিংসায় জ্বলছে মণিপুর, বাড়ল বাহিনীর কড়াকড়ি। ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। নতুন করে উত্তেজনার গ্রাসে পার্বত্য রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ইম্ফল পূর্ব জেলায়। যার জেরে কার্ফু শিথিলতা হ্রাস করা হয়েছে। ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। অগ্নিসংযোগের পরেই, মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুরের বিজেপি সরকার কার্ফু শিথিলতা হ্রাস করেছে। ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কেন ফের ঘটতে শুরু করল, তা জানতেও শুরু হয়েছে তদন্ত। সঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে সশস্ত্র রক্ষীদের টহলদারি।
প্রশাসন সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ৩০ নাগাদ ইম্ফল পূর্ব জেলার নিউ চেকন বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং স্বাভাবিক পরিস্থিতি করতে সেনা ও আধা-সামরিক বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে।
নিউ চেকন বাজার এলাকায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সরকার মতে, মণিপুর সাম্প্রতিক হিংসায় মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই ৭৪-এ পৌঁছেছে। সম্প্রতি মণিপুরের বেশ কয়েকটি জেলায় মেইতেই ও কুকি উপজাতিদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল। যার জেরে ব্যাপক হানাহানি গোটা মণিপুরে ছড়িয়ে পড়ে। রীতিমতো উদ্বিগ্ন হয়ে পরিস্থিতি সামলাতে কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে হয় মণিপুরের মুখ্যমন্ত্রীকে।
আধাসামরিক বাহিনী এবং সেনাবাহিনী কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবুও ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়নি। এরপর বেশ কিছুদিন সব চুপচাপ থাকলেও, ফের উত্তেজনা ছড়িয়েছে এই পার্বত্য রাজ্যে। নিউ চেকন বাজার এলাকায় হিংসার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক ও মণিপুর বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তেলভুম থাংজালাম হাওকিপ।
মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের বলেছেন যে তিনজনকে "দোকানদারদের ভয় দেখানোর" অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হাওকিপ ২০১৭ সালে বিজেপির চুরাচাঁদপুর জেলার হেঙ্গলেপ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন, ২০২০ সালে, তিনি, অন্য দুই বিধায়কের সঙ্গে, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তবে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে, তিনি শিবসেনায় যোগ দেন। কংগ্রেসের টিকিটে হেঙ্গলেপ আসনে ১৯৯৮ সালের উপনির্বাচনে জয়লাভ করায় তাকে বিধানসভায় ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়।