Advertisment

Manipur Violence : ভোট মিটতেই অশান্ত মণিপুর, মধ্যরাতে পুলিশ ফাঁড়িতে হামলা, মৃত ২ সিআরপিএফ জওয়ান

শুক্রবার মধ্যরাতে কুকি জঙ্গিরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর হামলা চালায় বলে খবর। এই হামলায় দুই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান শহীদ হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
CRPF Soldiers Killed In Attack

লোকসভা ভোটের মাঝেই ফের হিংসা ছড়াল মণিপুরে। নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালো একদল কুকি জঙ্গি।

লোকসভা ভোটের মাঝেই ফের হিংসা ছড়াল মণিপুরে। নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালো একদল কুকি জঙ্গি। তাতেই মৃত্যু হয়েছে ২ CRPF জওয়ানের। শুক্রবার মধ্যরাতে মণিপুরের বিষ্ণুপুরে CRPF জওয়ানদের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। সংঘর্ষে দুই CRPF জওয়ানের মৃত্যু হয়েছে। চার জওয়ান গুরুতর জখম হয়েছেন বলেই খবর। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে।

Advertisment

মণিপুরে কিছুতেই যেন থামছে না হিংসার রেশ। শুক্রবার মধ্যরাতে কুকি জঙ্গিরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর হামলা চালায় বলে খবর। এই হামলায় দুই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান শহীদ হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় মধ্যরাতে হামলা শুরু হয়ে রাত আড়াইটা পর্যন্ত চলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ২ সেনা মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় মোতায়েন সিআরপিএফের ১২৮তম ব্যাটালিয়নের সদস্য। এর আগেও বহুবার সেনাদের ওপর কুকি জঙ্গি হামলা হয়েছে। এদিকে নতুন করে অশান্তি শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গত বছর মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া হিংসা শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। হিংসার ঘটনায় এখন পর্যন্ত ২০০-এর বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে গৃহহীনও হয়েছেন বহু মানুষ।

Manipur Violence
Advertisment