Advertisment

ভাব্য বলেছিল, "ফিরে এসে পার্টি করব": বন্ধুদের স্মৃতিতে ইন্দোনেশিয়ায় ভেঙে পড়া বিমানের ভারতীয় পাইলট

"ঠিক দু'দিন আগে গরিমা আমায় বলল, স্বামীর অনুরোধে প্রথমবার শাড়ি পড়ব কড়বা চৌথেয়...কিন্তু এটা (ভাব্যের মৃত্যু সংবাদ) কি করে সম্ভব!" এ কথা বলতে বলতে ও নিজের মোবাইলে ভাব্য-গরিমার ছবি দেখতে দেখতে কোনও রকমে চোখের জল সামলানোর চেষ্টা করছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কর্মী মানবী দুয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একসঙ্গে। ভাব্য এবং গরিমা। ছবি- ফেসবুক থেকে।

স্বামী চেয়েছিলেন বলেই এ বছর কড়বা চৌথেয় শাড়ি পড়বেন বলে ঠিক করেছিলেন গরিমা শেঠি। শুধু ঠিকই করেননি, এই শাড়ি পড়া নিয়ে রীতিমতো মেতেছিলেন গরিমা। আর নিজের এই উচ্ছ্বাসের কথা বন্ধুদের জানাতেও ভোলেননি তিনি। কিন্তু, এত উচ্ছ্বাস-আনন্দ-মাতামাতি সব এক মুহূর্তে শেষ। জাকার্তার ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ভেঙে পড়া লায়ন এয়ারের বিমানটির পাইলট ভাব্য সুনেজা নিহত। গরিমা, ভাব্যের স্ত্রী।

Advertisment

"ঠিক দু'দিন আগে গরিমা আমায় বলল, স্বামীর অনুরোধে প্রথমবার শাড়ি পড়ব কড়বা চৌথেয়...কিন্তু এটা (ভাব্যের মৃত্যু সংবাদ) কি করে সম্ভব!" এ কথা বলতে বলতে ও নিজের মোবাইলে ভাব্য-গরিমার ছবি দেখতে দেখতে কোনও রকমে চোখের জল সামলানোর চেষ্টা করছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কর্মী মানবী দুয়া। আসলে, গরিমা শেঠিও একসময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অ্যাকাউন্টস বিভাগে চাকরি করতেন। স্বামীর সঙ্গে জাকার্তায় চলে যাওয়ার আগে পর্যন্ত তিনি এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন। মানবী এখনও এই খবরটা বিশ্বাসই করে উঠতে পারছেন না। বরং তিনি জানাচ্ছেন, "জানেন, ও (ভাব্য) আমায় পার্টির জন্য তৈরি হতে বলল, বলছিল ৫ নভেম্বরে দিল্লি ফিরবে"।

publive-image

সেদিন দু’জনে…২০১৬-তে বিয়ের পর। ছবি-ফেসবুক থেকে।

আরও পড়ুন- ইন্দোনেশিয়ার বিপর্যস্ত বিমানের পাইলট ভারতীয়

আগামী সপ্তাহেই দিল্লিতে ফেরার কথা, তাই ভাব্য ও গরিমার জনা পাঁচ-ছয়েক বন্ধুদের একটা দল তাঁদের অপেক্ষায় বসেছিল। কারণ, প্রতি বছর এই সময়টাতেই তো তাঁরা সবাই একসঙ্গে বেরাতে যান। এই বন্ধুদের মধ্যেই একজন নবীন বনসল। তিনি বলছেন, "ওদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, কিন্তু কখনও দেখে বোঝা যেত না। দু'জনে দু'জনকে এতটাই ভালবাসত, বুঝত এবং শ্রদ্ধা করত যে দেখে মনে হত ওরা বোধ হয় বিয়ের আগে থেকে পরস্পরকে চেনে এবং প্রেম করে বিয়ে করেছে"। এরপর নবীনও বলছেন যে ভাব্য তাঁকেও পার্টি করার কথা এবং বেরাতে যাওয়ার বিষয়ে বলে রেখেছিলেন। তাঁদেরই আরেক বন্ধু রোহিত সিং বলছেন, "ওরা ভেবেছিল উত্তরাখণ্ডের মানেশ্বরে ঘুরতে যাবে"। রোহিতের আবার এদিন বারবার মনে পড়ে যাচ্ছে তাঁর বন্ধুটির গাড়ি চালানোর প্রতি তীব্র ভালবাসার কথাও।

আরও পড়ুন- ১৮৯ জন যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার বিমান

মানবী, গরিমার বন্ধু হলেও, ভাব্যর সঙ্গেও তাঁর খুবই ঘনিষ্ঠতা। মানবী জানাচ্ছেন, ভাব্য তাঁকে বোনের মতো মনে করত এবং এবার ভাব্যকে 'ভাই দোজ'-এর অনুষ্ঠানেও আমন্ত্রণ জানাতেন তিনি। সে জন্য তাঁর প্রিয় মতিচুরের লাড্ডুর ব্যবস্থাও সেরে রেখেছিলেন, এ কথা বলতে বলতেই ফের চোখ ভিজে যাচ্ছে মানবীর...

Read the full story in English

plane crash
Advertisment