রবিবার তো কী হয়েছে? আজ তো ৩১ মার্চ। এই অর্থবর্ষের শেষ দিন। আজকের মধ্যেই শেষ করতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। আজকের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতেই হবে। নয়তো জরিমানা বাবদ দিতে হবে হাজার দশেক টাকা। আবার ট্রাই-এর নতুন নিয়ম চালু হচ্ছে ১ এপ্রিল, ২০১৯ থেকে। তার আগে বেছে নিতে হবে নিজের পছন্দের টিভি চ্যানেলগুলোও।
আয়কর রিটার্ন ফাইল করুন
২০১৭-১৮ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার শেষ দিন ৩১ মার্চ। নয়তো জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। আয়কর দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে সে কথা। incometaxindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আয়কর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
আরও পড়ুন, ভোটার তালিকায় আদৌ নাম উঠেছে আপনার? জেনে নিন এই অ্যাপ থেকে
প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করুন
আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে ৩১ মার্চের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করার আজই শেষ দিন ৷ যদি আপনি লিঙ্ক না করেন তাহলে পয়লা জুলাইয়ের পর থেকে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে ৷ আয়কর অ্যাক্টের ১৩৯ (এ) ধারা অনুযায়ী, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ ঘটানো বাধ্যতামূলক incometaxindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ধাপগুলি অনুসরণ করে প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করুন।
ইউনিক প্যাকে আমার পছন্দসই টিভি চ্যানেল বেছে নিন
টেলিকম রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়া (ট্রাই) আগেই জানিয়েছিল, ৩১ মার্চের আগে বেছে নিতে হবে ইজের পছন্দসই চ্যানেল। গত ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে নতুন নিয়ম। গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী ১০০টি ফ্রি চ্যানেল (স্টান্ডার্ড ডেফিনেশন) বেছে নিতে পারবেন এবং তা ১৩০ টাকার ‘বেস প্যাকে’ই মিলবে। সদ্য এমনটাই জানাল দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ট্রাই-এর ১০ জানুয়ারির প্রেস বিবৃতিতে অনুযায়ী, ১৩০ টাকার বেস প্যাকে ১০০ টি ফ্রি চ্যানেল (স্ট্যানডার্ড ডেফিনেশন চ্যানেল) বেছে নেওয়ার পূর্ণ অধিকার থাকবে আপনার হাতে।
Read the full story in English