করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে বন্ধ হয়েছিল রেল পরিষেবা। প্রায় ৫০ দিন দেশের এই সর্ববৃহৎ যোগাযোগ পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ধীরে ধীরে চালু করা হচ্ছে রেল পরিষেবা। জানা গিয়েছে ১২ মে থেকে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো হবে।
কোথায় কোথায় চালু হচ্ছে এই পরিষেবা?
নিউ দিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, থিরুভন্তপুরম, মুম্বাই, আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই-এ চলবে ট্রেন। সূত্রের খবর, সূত্র জানায়, শনিবার সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে রাজ্যের বৈঠকের পর রবিবার এই সিদ্ধান্তের কথা জানান হয়। বাকি পদক্ষেপও ঠিক করা হয় রবিবার।
In effect, these special trains are Rajdhani Express trains. All AC and on terms of premium fares. @IndianExpress
— Avishek Dastidar (@avishekgd) May 10, 2020
তবে রাখা হয়েছে বেশ কিছু নির্দেশ। যেমন, কেবল বৈধ এবং কনফার্ম টিকিটের যাত্রীদের রেলস্টেশনগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যাত্রীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনে ঢোকার সময় প্রত্যেকেই স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। কেবলমাত্র করোনার কোনও লক্ষণ নেই, এমন যাত্রীদেরই ট্রেনে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
Imp: Only passengers with valid confirmed tickets will be allowed to enter the railway stations. It will be mandatory for the passengers to wear face cover and undergo screening at departure and only asymptomatic passengers will be allowed to board the train. @IndianExpress https://t.co/Lg3xukSbcK
— Avishek Dastidar (@avishekgd) May 10, 2020
কীভাবে বুকিং করা যাবে?
এই ট্রেনগুলিতে সংরক্ষণের জন্য ১১ মে বেলা ৪টে থেকে শুরু হবে বুকিং। কেবল আইআরসিটিসির ওয়েবসাইটে https://www.irctc.co.in/ -এই পাওয়া যাবে টিকিট। স্টেশনের টিকিট কাউন্টারগুলি বন্ধই থাকবে। কোনও প্ল্যাটকর্ম টিকিট দেওয়া হবে না। ট্রেনের সময়সূচী এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানান হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন